পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হবে সূর্য সেন প্রীতিলতার ইতিহাস : নওফেল

বিপ্লবীদের স্মৃতি রক্ষায় উদ্যোগ নিতে রেলমন্ত্রীর প্রতি আহ্বান

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২১ at ৮:৫০ পূর্বাহ্ণ

বীরকন্যা প্রীতিলতার আত্মদানের স্মৃতি বিজড়িত তৎকালীন ইউরোপিয়ান ক্লাব এবং বিপ্লবীদের স্মৃতি স্থায়ীভাবে সংরক্ষণের উদ্যোগ নিতে রেলমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এসময় শিক্ষা উপমন্ত্রী আরো বলেন, মাস্টারদা সূর্য সেন ও প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে ব্রিটিশ বিরোধী বিপ্লবে যারা অংশগ্রহণ করেছেন তাদের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে। ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি আমাদের পাঠ্যক্রমে নাগরিকত্ব বোধ ও ইতিহাস সচেতনতার যে অংশ আছে সেখানে এগুলো আনতে। পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ এখনো শেষ হয়নি। মূল শিক্ষাক্রম অনুমোদন দেয়া হয়েছে মাত্র। এই পর্যায়ে এসে সেটা সব পাঠ্যপুস্তকে সংযুক্ত করব। গতকাল শুক্রবার সকালে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস উপলক্ষে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে প্রীতিলতার আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে সম্মান জানানোর পর শিক্ষা উপমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ঔপনিবেশিক শাসনের অবসানের জন্য মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারসহ চট্টগ্রামের যে বিপ্লবীরা আত্মাহুতি দিয়েছেন তাদের কথা বিশ্ব মানব ইতিহাসে লেখা থাকবে। উনাদের কথা জাতির পিতা বঙ্গবন্ধু উনার আত্মজীবনীতে, কারাগারের রোজনামচায় লিখেছেন। জাতির পিতা সেখান থেকে অনুপ্রেরণা পেয়েছেন। আন্দোলন এবং সংগ্রামের শক্তি পেয়েছেন। তিনি সেটা লিখেছেন। আমাদের নেতাকর্মীদের বলব এই স্মৃতি অবশ্যই আমাদের ধরে রাখতে হবে। আগামীতে অপরাজনৈতিক শক্তির বিরুদ্ধে, সামপ্রদায়িক শক্তির বিরুদ্ধে প্রীতিলতা ও মাস্টারদার স্মৃতি এবং তাদের সাথে চট্টগ্রাম যুব বিদ্রোহে যারা অংশ নিয়েছেন তাদেরকে আমরা স্মরণ করব। তাদের সম্পর্কে জানব। আগামীতে চট্টগ্রামকে ঘিরে কেউ যদি কোনো অপরাজনীতি করে সেটার বিরুদ্ধে জবাব দিতে আমরা তাদের জীবন থেকে শিক্ষা নিব। এসময় উপস্থিত ছিলেন নগর যুবলীগ আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি লোকমান হোসেন, কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান, সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি, বীরকন্যা স্মৃতি সংরক্ষণ কমিটির আহ্বায়ক মহিম উদ্দিন, সদস্য সচিব লিটন চৌধুরী রিংকু, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, যুগ্ম সম্পাদক সুজন বর্মন, সাংবাদিক মিঠুন চৌধুরী, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, হাজী মোহাম্মদ মহসীন কলেজ ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দিন মামুন, আনোয়ার পলাশ, এম ইউ সোহেল, বশির উল্লাহ লিটন, মীর মুহাম্মদ রবি, তৌহিদুল হক কায়সার, আব্দুল্লাহ আল সাইমুন, মোহাম্মদ হোসাইন চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধস্টিল মিল বাজারে বনফুলের শাখা উদ্বোধন
পরবর্তী নিবন্ধচসিকের অভিযান ২০ অবৈধ স্থাপনা উচ্ছেদ