নগরীর পাঠানটুলী চৌমুহনী হাজী আনু মিয়া সওদাগর জামে মসজিদে গাউসে জামান আল্লামা হজরত সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহের (রহ🙂 ৩২তম বার্ষিক ওরস্ অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার গাউসিয়া কমিটি বাংলাদেশ ডবলমুরিং থানা ২৩, ২৪, ২৭ ও ২৮নং ওয়ার্ডের সমন্বয়ে আয়োজিত ওরসে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ডবলমুরিং থানা শাখার সহ–সভাপতি ইলিয়াস। এছাড়া সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুর রাজ্জাক। মাহফিলে প্রধান অতিথি ছিলেন–আনজুমান–এ–রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের জয়েন্ট জেনারেল সেক্রেটারি মুহাম্মদ সিরাজুল হক। প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ কমিশনার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র এ.এস.এম. জাফর। মুখ্য আলোচক মাওলানা মুফতি মুহাম্মদ আবুল হাসানাত আল কাদেরী হুজুর কিবলার জীবনী ও কর্মের উপর স্মারক আলোচনা পেশ করেন। এছাড়া উপস্থিত ছিলেন হাজী মোবারক আলী সর্দার, হাজী সাইফুর রহমান, হাজী সাগির আহমদ কোম্পানি, মো: দিদারুল আলম, মো: নিজামউদ্দিন চৌধুরী সুমন, মো. আলমগীর, মো. আরিফ আহমদ, হাজী মুহাম্মদ আবু মুসা চৌধুরী, মো. এ. বি.এম শাহজাহান চৌধুরী, নুর হোসেন রমজান, রাজুক রহমান, শামসুল ইসলাম আবিদ, মো. সানাউল্লাহ, কোরবান আলী নয়ন, মুহাম্মদ নাসিম সিকদার, মুহাম্মদ তৌসিফ কবির, মুহাম্মদ মোজাম্মেল হক, মো. জিয়া, মো. মহিউদ্দিন আহাদ, মো. রাকিব রেজা, মো. সাইফুল খান, মো. নুর আলী ডিবল, মুহাম্মদ জাবের, মুহাম্মদ মোর্শেদ, মো. সাইফুদ্দিন, মো. আরমান, মো. হাসান আলী তানিম, মুহাম্মদ আবু জাহের, মুহাম্মদ জাহাঙ্গীর, মুহাম্মদ সোহেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।