পাঠকের ভালোবাসায় সিক্ত আজাদী

শাহ নেওয়াজ | রবিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের মানুষের অবিরাম ভালোবাসার দর্পণ দৈনিক আজাদী প্রকাশনার ৬২ বছরে পদার্পণের অধ্যায়টি ছিল গৌরবোজ্জ্বল ও সাফল্যের ইতিহাস। পাঠকের ভালোবাসায় সিক্ত আজাদীর সোনালী অধ্যায়। এই সোনালী অধ্যায়ের রচয়িতা মরহুম ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোহাম্মদ আবদুল খালেক সাহেব। তাঁর শিক্ষা, জ্ঞান গবেষণা ও দূরদর্শীতার অপূর্ব সমন্বয় সাধন করে দৈনিক আজাদীর পথচলা সফল করেন। আমি তার আত্মার শান্তি কামনা করছি। আমি যতবার আজাদী পড়ি ইঞ্জিনিয়ার সাহেবের কথা মনে পড়ে। চট্টগ্রামের উন্নয়ন, রাজনীতি, ক্রীড়াঙ্গন, শিল্প সাহিত্য, অর্থনীতি ও ব্যবসা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতির বিকাশে দৈনিক আজাদী অতীতে ব্যাপক অবদান রেখে এসেছে। এখনো রাখছে। ভবিষ্যতেও রাখবে। সত্য ন্যায়ের পক্ষে ও জনস্বার্থে প্রকাশিত আজাদীর বিশেষ প্রতিবেদনগুলো সারাবিশ্বে আজাদী ভক্তদের আরো বেশী অনুপ্রাণিত করেছে। আমার প্রিয় কলাম ‘চিঠিপত্র’ বিভাগে ২০১০ সাল থেকে চট্টগ্রামের উন্নয়ন ও বিভিন্ন সমস্যা বিষয়ে লিখেছি। আশার কথা হল প্রায় অধিকাংশ আবেদনের ইতিবাচক সাড়া মিলেছে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দৈনিক আজাদীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রকাশনার ৬২ বছর ধরে দেশের মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসার নিরলস স্বাক্ষর রেখে যাচ্ছে দৈনিক আজাদী। সকল বাধা বিপত্তি অতিক্রম করে দেশের জন্য, চট্টগ্রামের জন্য দৈনিক আজাদী পরিবারের অবদান ও অকৃত্রিম ভালোবাসা আমরা চট্টগ্রামবাসী কখনো ভুলবো না

পূর্ববর্তী নিবন্ধহাজার বছর বেঁচে থাকুক পাঠকপ্রিয় আজাদী
পরবর্তী নিবন্ধগণমানুষের অধিকার সচেতন দৈনিক আজাদী