পাঠকদের মনস্পর্শী রচনায় চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে শিশুসাহিত্যিকদের

স্বকাল শিশুসাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তারা

| সোমবার , ২৮ আগস্ট, ২০২৩ at ৬:৪৫ পূর্বাহ্ণ

যে কোন কাজ নিষ্ঠার সাথে করলে একদিন তার মূল্যায়ন হবেই। পুরস্কারপ্রাপ্তরা নিষ্ঠার সাথে কাজ করেছেন বলেই আজ পুরস্কৃত হয়েছেন। পুরস্কার লেখকদের এগিয়ে যেতে প্রেরণা যোগায়। একইসাথে সমাজ ও জাতির প্রতি দায়িত্বশীল হতে উৎসাহিত করে। লেখকরাই পারেন সমাজমনস্ক সৃজনশীল সাহিত্য রচনার মাধ্যমে শিশুকিশোরদের মনোজগত সমৃদ্ধ করতেশিশুসাহিত্যিকদেরও পাঠকদের মনস্পর্শী রচনায় চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। সৃজনশীল শিশুসাহিত্য সংসদ স্বকাল আয়োজিত স্বকাল শিশুসাহিত্য পুরস্কার ২০২২ প্রদান অনুষ্ঠানে আলোচকরা উপর্যুক্ত মন্তব্য করেন। গত শনিবার কদম মোবারকস্থ চট্টগ্রাম একাডেমির ফয়েজনুরনাহার মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ শিশুসাহিত্য পুুরস্কার প্রাপ্ত লেখকদের হাতে তুলে দেয়া হয়। শিশুসাহিত্যিক ও সাংবাদিক রাশেদ রউফের সভাপতিত্বে ও স্বকাল পরিচালক অরুণ শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন শিক্ষাবিদগবেষক ও সাহিত্যিক ড. আনোয়ারা আলম, কথাসাহিত্যিক নাসের রহমান, কলামিস্ট নেছার আহমদ। ড. আনোয়ারা আলম বলেন, শিশু সাহিত্য নিয়ে অনেক গবেষণা আছে। শিশুদের মনকে জয় করা সবচেয়ে কঠিন কাজ, শিশুদেরকে বই পড়ার প্রতি আকৃষ্ট করে তুলতে হবে।

এ ছাড়া বক্তব্য রাখেন কবি ও গল্পকার দীপক বড়ুয়া, কবি ও সাংবাদিক বিপুল বড়ুয়া, ছড়াকার মিজানুর রহমান শামীম, গল্পকার ইফতেখার মারুফ, কবি ও শিশুসাহিত্যিক অমিত বড়ুয়া, কবিপ্রাবন্ধিক সাঈদুল আরেফিন, গল্পকারসম্পাদক রুনা তাসমিনা ও শিশুসাহিত্যিক আবুল কালাম বেলাল। শুরুতে স্বাগত বক্তব্য দেন কবি আজিজ রাহমান। অনুভূতি ব্যক্ত করেন পুরস্কারপ্রাপ্ত তিন লেখক এমরান চৌধুরী, আখতারুল ইসলাম ও সুবর্ণা দাশ মুনমুন। পুরস্কারপ্রাপ্তদের হাতে সার্টিফিকেট, সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেয়া হয়। উল্লেখ্য, সৃজনশীল সাহিত্য সংসদ স্বকাল বৃহত্তর চট্টগ্রামে অবস্থানকারী লেখক ও চট্টগ্রামের প্রকাশকদের উৎসাহিত করতে স্থানীয় লেখক ও স্থানীয় প্রকাশনা হতে প্রকাশিত বই আহবান করে যথাক্রমে গদ্য পদ্য শাখায় পুরস্কার প্রদান করে থাকে। এবার ২০২২ সালে গদ্যে পেয়েছেন এমরান চৌধুরী, পদ্যে পেয়েছেন যৌথভাবে আখতারুল ইসলাম ও সুবর্ণা দাশ মুনমুন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজঙ্গিবাদ ও হানাহানি দূর করতে ধর্ম চর্চার বিকল্প নেই : এমপি নজরুল
পরবর্তী নিবন্ধজেলেদের জালে শিপ চলাচলে বাধা