বাঁশখালী পুঁইছড়ি ছনুয়ার পাশ দিয়ে বয়ে যাওয়া জলকদর খালের উপর রাজাখালী আরবশাহ বাজারের উত্তরে অবস্থিত ১৩০ মিটার দীর্ঘ পুঁইছড়ি–ছনুয়া বেইলি সেতুটি ২০০৬ সালে নির্মিত হয়। দীর্ঘ সময় ব্যবহার ও লবণ পারাপারের ফলে ঝুঁকিপূর্ণ হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়লে উপজেলা পরিষদের উদ্যোগে ২০১৭ সালে এটি সংস্কার করা হয়। সংস্কারের কিছুদিন যেতে না যেতে ব্রিজটির পাটাতন নষ্ট হয়ে যায়। এরপর বিগত দিনে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ নিজেদের উদ্যোগে বাঁশের চাটাই দিয়ে চলাচল অব্যাহত রাখলেও সেটিও এখন নষ্ট প্রায়। তাছাড়া স্কুল কলেজগামী শিক্ষার্থীরা চলাচল করতে গিয়ে বারবার দুর্ঘটনার শিকার হচ্ছে। অথচ এ বেইলি ব্রিজ পার হয়ে প্রতিদিন পুঁইছড়ি কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়, ছনুয়া ছেলবন সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, রাজাখালী বিইউআই ফাজিল মাদ্রাসা, পুঁইছড়ি মদিনাতুল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াত করতে হয়। অভিভাবকরা সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে সারাক্ষণ শঙ্কায় থাকেন। যে সন্তান একাকি স্কুল–মাদ্রাসায় যাতায়াত করার কথা তাকেও একা ছাড়ার সাহস পান না তারা। শুধু সেতুটি হাত ধরে পারাপারের জন্য অভিভাবককে সঙ্গে থাকতে হয়। তারপরও সেতুটি হেঁটে পারাপার হতে গিয়ে প্রায় ঘটে চলেছে দুর্ঘটনা। এ অবস্থায় স্থানীয়রা চাঁদা তুলে বাঁশের চাটাই দিয়ে কোনোভাবে চলাচলের চেষ্টা করছেন।
নানা সময়ে দুর্ঘটনা এবং চলাচলে ভোগান্তির ব্যাপারে স্থানীয় আবুল কালাম, ফজল কাদের, রশিদ আহমদ, নুর আহমদসহ বেশ কয়জন বলেন, দীর্ঘদিন যাবত এ বেইলি ব্রিজে চলাচলে চরম ভোগান্তি পোহালেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করছে না সংশ্লিষ্টরা। ফলে বাধ্য হয়ে সাধারণ জনগণ ও স্কুল কলেজ মাদ্রাসাগামী শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে।
ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. হারুনুর রশীদ বলেন, জলকদর খালের উপর আরবশাহ বাজার এলাকার এ বেইলি ব্রিজটি অনেক গুরুত্বপূর্ণ। এটা দিয়ে প্রতিদিন অনেক লোকজন চলাচল করে। জনস্বার্থে এটা সংস্কারের জন্য সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন নিবেদন করেছি। উপজেলা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন এ ব্রিজটি সংস্কারে তারা উদ্যোগ গ্রহণ এবং পরিমাপ করে কর্তৃপক্ষের কাছে বাজেট প্রেরণ করেছে বলে শুনেছি। তা কখন বাস্তবায়ন হবে জানি না।
এ ব্যাপারে বাঁশখালী উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ বলেন, ঝুঁকিপূর্ণ হয়ে পড়া জলকদর খালের ছনুয়ার আরবশাহ বাজার এলাকার বেইলি ব্রিজটি সংস্কারের জন্য প্রাক্কলন জমা দেওয়া হয়েছে, চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে যত তাড়াতাড়ি সম্ভব এটা সংস্কার করতে পারি।