আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের পাটনীকোঠা মহাতীর্থ কৈলাস তীর্থধামের উদ্যোগে শ্রীশ্রী শিব চতুর্দশী ব্রত উপলক্ষে চার দিনব্যাপী গ্রামীণ মেলা সম্প্রতি সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে কৈলাস তীর্থধাম প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল- শোভাযাত্রা, ধর্মসভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, গীতাপাঠ প্রতিযোগিতা, নৃত্যানুষ্ঠান, আঞ্চলিক গানের আসর, পুরস্কার বিতরণী, স্মৃতিফলক উন্মোচন, অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ, প্রসাদ বিতরণ, কৃষ্ণলীলা প্রদর্শন। মেলার উদ্বোধন ও কৈলাস তীর্থধামের প্রতিষ্ঠাতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা তপন চক্রবর্তীর ‘স্মৃতিফলক’ উন্মোচন করেন সমাজসেবী শেলী রানী চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন বিজয় চক্রবর্ত্তী শাওন ও অমিত চক্রবর্ত্তী শান্তু। আরও উপস্থিত ছিলেন বিপ্লব চক্রবর্ত্তী, বিশ্বজিৎ চক্রবর্ত্তী, পরিজিৎ চক্রবর্ত্তী, অভিজিৎ চক্রবর্ত্তী, ইন্দ্রজিৎ চক্রবর্ত্তী, প্রসেনজিৎ চক্রবর্ত্তী প্রমুখ। বিজয় চক্রবর্তী শাওনের পরিচালনায় ধর্মীয় সঙ্গীতানুষ্ঠানে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী শিমুল শীল, প্রিয়া চক্রবর্তী ও স্থানীয় শিল্পীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।