পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন রাইস মিলকে লাখ টাকা জরিমানা

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ অক্টোবর, ২০২০ at ৫:৪০ পূর্বাহ্ণ

বাঁশখালীতে ৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার উপজেলার শীলকূপের মনছুরিয়া বাজার, টাইমবাজার ও চাম্বল বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান।
সংশ্লিষ্টরা জানান, অভিযানে পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার না করায় মনছুরিয়া বাজারের মেসার্স মোজাফফর অটো রাইসমিলকে ৫০ হাজার, চাম্বল বাজারের মেসার্স হারুন অটো রাইসমিলকে ৩০ হাজার ও মেসার্স কামাল অটো রাইসমিলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শীলকূপ টাইমবাজারের জনপ্রিয় আইসক্রিম ফ্যাক্টরিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় পাট অধিদপ্তরের কর্মকর্তা বাবুল চন্দ্র দাশ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জহুর লাল পাল ও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় সওজের কর্মী নিহত
পরবর্তী নিবন্ধসৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ল ৩০ অক্টোবর পর্যন্ত