চিটাগাং উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট আবিদা মোস্তফা বলেছেন,একসময় দেশের প্রধান অর্থকরী ফসল ছিল পাট যা দেশের বৈদেশিক মুদ্রার যোগান দিত। বর্তমানে এই পণ্য প্রায় হারিয়ে গেছে। পাটের বহুমুখী ব্যবহারের মাধ্যমে আমাদেরকে পণ্যের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। তিনি আরো বলেন, সঠিক ভাবে সুযোগ কাজে লাগাতে পারলে তৈরি পোষাকের পরে আমাদের রপ্তানি আয়ের উৎস হতে পারে পাট। তিনি গতকাল সোমবার চিটাগাং উইম্যান চেম্বার ও এস এম ই ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত ৫ দিন ব্যাপী জুট প্রোডাক্ট প্রোডাকশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ তার বক্তব্যে বলেন, বিদেশের বাজারে এখনো আমাদের পাট পণ্যের যথেষ্ট চাহিদা রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে আমরা পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে পারব। স্বাগত বক্তব্য রাখেন পরিচালক সুবর্না শিশির। বক্তব্য রাখেন প্রশিক্ষক শাহীনা আক্তার। প্রশিক্ষণের অনুভূতি প্রকাশ করেন তানজিনা ইসলাম, ফাহমিদা খানম, মো. রিয়াজুদ্দিন, নিষান তালুকদার, শাহানা ফেরদৌস ডালিয়া, শিরিন সায়রা। শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। এতে প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আয়শা ফারাহ চৌধুরী ও সি ই ও জি এ রায়হান ও প্রশিক্ষক আব্দুল গণি মিয়া উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।