পাঞ্জাবে জিতলেন ইন্দিরা গান্ধীর খুনির ছেলে

| বৃহস্পতিবার , ৬ জুন, ২০২৪ at ৯:২৫ পূর্বাহ্ণ

উত্তর ভারতের পাঞ্জাবের ফরিদকোট লোকসভা আসনে ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকারী বিয়ন্ত সিংয়ের ছেলে সরবজিৎ সিং জয় পেয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, আম আদমি পার্টির (এএপি) করমজিৎ সিং অনমোলকে হারিয়েছেন সরবজিৎ সিং। ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন সরবজিৎ। খবর বাংলানিউজের।

ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সরবজিৎ সিং ৭০ হাজার ৫৩ ভোটের ব্যবধানে করমজিৎ সিংকে হারিয়েছেন। যেখানে সরবজিৎ সিং পেয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৬২ ভোট। আনমোল পেয়েছেন ২ লাখ ২৮ হাজার ৯ ভোট। ওই আসনে তৃতীয় হয়েছে কংগ্রেস। দলটির প্রার্থী অমরজিৎ কৌর সাহোকে পেয়েছেন এক লাখ ৬০ হাজার ৩৫৭ ভোট। বিজেপির হংস রাজ হংস ১ লাখ ২৩ হাজার ৫৩৩ ভোট পেয়ে পঞ্চম স্থানে রয়েছেন।

প্রসঙ্গত, ১৯৮৪ সালের ৩১ অক্টোবর ইন্দিরা গান্ধী নিজ দেহরক্ষীদের গুলিতে নিহত হন। সেই দেহরক্ষীদের একজন ছিলেন বিয়ন্ত সিং। এ ঘটনার প্রায় চার দশক পর পাঞ্জাবের রাজনীতিতে নামেন বিয়ন্ত সিংয়ের ছেলে সরবজিৎ সিং। দ্বাদশ শ্রেণি ড্রপআউট তিনি।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৬৯.৬৫ কোটি টাকা
পরবর্তী নিবন্ধঅক্সফোর্ড কেমব্রিজকে টপকে গেল ইমপেরিয়াল কলেজ লন্ডন