পাকিস্তান নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি হেরে গেলেও দ্বিতীয় ম্যাচটি জিতে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ নারী দল। তাই সিরিজের তৃতীয় ম্যাচটি পরিনত হয়েছে ফাইনালে। আর সে ম্যাচটি জিতে সিরিজ জিততে চান টাইগার নারী দলের অধিনায়ক নিগার সুলতানা। শেষ মুহূর্তে নাটকীয়তা ছড়িয়েছিল দ্বিতীয় ওয়ানডেতে। ম্যাচ গড়ায় সুপার ওভারে। আর ওভারের শেষ বলে নিগার সুলতানা জ্যোতির মারা বাউন্ডারিতে জয় পায় বাংলাদেশ। উচ্ছ্বাসে ভাসেন নারী ক্রিকেটাররা। পাকিস্তানের সঙ্গে সিরিজটিও চলে আসে ১–১ সমতায়। আজ শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ ও পাকিস্তানের মেয়েরা। এর আগে অধিনায়ক জ্যোতি জানিয়েছেন, সিরিজটি জিততে পারলে তাদের জন্য হবে বড় অর্জন।
গতকাল বৃহস্পতিবার মিরপুরে তিনি বলেন ড্রয়ের দিকেতো আর চিন্তাভাবনা নেই। আমাদের হাতে অনেক বড় সম্ভবনা আছে সিরিজটা জিতে নেওয়ার। সবকিছু নির্ভর করছে আমাদের ইতিবাচক ক্রিকেট খেলার উপর। আমরা চাই ইতিবাচক ক্রিকেট খেলতে। আমাদের জন্য অনেক বড় একটা অর্জন হবে যদি আমরা সিরিজটা জিততে পারি। বাংলাদেশ দল আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে আছে আট নম্বরে। ১১ ম্যাচে তারা জয় পেয়েছে দুটিতে। পয়েন্ট টেবিলে সেরা আট দল সরাসরি খেলবে বিশ্বকাপে। প্রতিটি ম্যাচই তাই গুরুত্বপূর্ণ দলগুলোর জন্য। তিনি বলেন যেহেতু আমরা আন্তর্জাতিক সিরিজগুলো খেলছি তাই আমাদের সুযোগ অনেক বেশি র্যাঙ্কিংয়ে উন্নতি করা। সেটা হতে পারে পরবর্তী ম্যাচেই। যদি আমরা ভালো ক্রিকেট খেলি, ২টা পয়েন্ট অর্জন করতে পারি, তাহলে র্যাংকিংয়ে আমরা আরো বেশি এগিয়ে যাবো।
পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৮১ রানে অলআউট হয়ে গিয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচ হারে পাঁচ উইকেটে। পরের ম্যাচে পুরো ৫০ ওভার ব্যাট করেও ৯ উইকেটে ১৬৯ রানের বেশি করতে পারেনি। এই অবস্থায় জ্যোতির আশা ব্যাটিংয়ে উন্নতির। তিনি বলেন আমরা ব্যাটিংয়ে সংগ্রাম করছি। যারা থাকছে হয়তোবা অনেক বেশি থাকছে। কিন্তু রান করতে পারছে না । টপ অর্ডার ভালো করলে মিডল অর্ডার দ্রুত আউট হচ্ছে। এই উইকেটে যদি আমরা আরেকটু ভালো ব্যাটিং করতে পারি তাহলে সেটা আমাদের জন্য ভাল হবে। এই ম্যাচে আমরা অন্তত ২০০ রান করতে চাই। আর সেটা যদি করতে পারি তাহলে পাকিস্তানের সে রান তাড়া করাটা কঠিন হবে। আমাদের বোলাররা ভালো ছন্দে আছে। তারা যদি আরেকটু ভালো করে তাহলে আমাদের জয়ের সুযোগ আরো বাড়বে। আর সেটাই আমরা করতে চাই।