পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্যই খেলতে চান পেসার খালেদ আহমেদ

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৪ জুলাই, ২০২৪ at ৪:১৪ অপরাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট দলের সামনের সফরটা পাকিস্তানে। স্বাগতিকদের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে সফরকারী বাংলাদেশ। আগামী ১৭ আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা থাকলেও এখনো অবশ্য সিরিজের জন্য দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে টেস্ট দল মানেই পেসার খালেদ আহমেদের থাকাটা একরকম নিশ্চিত। কারণ টেস্টে বাংলাদেশ দলের পেস আক্রমণের নেতৃত্বে থাকেন এই পেসার। দেশের বর্তমান অবস্থার কারণে এখনো অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দলের ক্রিকেটাররা। নিজেরা ব্যক্তিগতভাবে অনুশীলন করলেও এখনো একসাথে অনুশীলন করা হয়ে উঠেনি ক্রিকেটারদের। চট্টগ্রামে দুটি প্রস্তুতি ম্যাচের শিডিউল ছিল। তবে সেগুলো বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, এখনো চট্টগ্রামে পৌঁছাতে পারেনি শান্ত, লিটন সহ সাত ক্রিকেটার। তাই এখন নতুন করেই প্রস্তুতির কাজ শুরুর চিন্তা করছে টাইগার শিবির।

তবে এরই মধ্যে বাংলাদেশ দলের পেসার খালেদ আহমেদ জানিয়েছেন একটা সময় বাংলাদেশ দল মাঠে নামতো ভাল খেলার জন্য। কিন্তু এখন আর সে নীতিতে নেই বাংলাদেশ দল। এখন টাইগাররা মাঠে নামবে জয়ের জন্য। ক্রিকেটের যে সংস্করণই হোক না কেন বাংলাদেশের লক্ষ্য একটাই। আর তা হচ্ছে জয় নিয়ে ফেরা। যদিও সেটা হয়ে উঠে না এখন। তার উপর টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দল অনেকটাই পিছিয়ে। টিটোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের মাঠে শ্রীলংকার কাছে দুই টেস্টের সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ দল। সে সিরিজ থেকে শিক্ষা নিয়ে এখন পাকিস্তানের বিপক্ষে নতুন করেই শুরু করতে চান খালেদ। যদিও পাকিস্তান বেশ শক্তিশালী দল। তার উপর তাদের মাঠেই খেলা। তবে সে সব নিয়ে ভাবতে চান না খালেদ। তার লক্ষ্য মাঠে সবাই মিলে যেন শতভাগ দিতে পারে। আর সেটা পারলেই পাকিস্তানের বিপক্ষে জেতা মোটেও কঠিন মনে করছেন না খালেদ।

বাংলাদেশ টেস্ট দলে এখন বেশ কিছু তরুণ এবং প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। যারা পাকিস্তানের বিপক্ষে ভাল করতে পারলেই ম্যাচ জেতা সম্ভব দেখছেন খালেদ। পাশাপাশি তামিমকে দলে নেওয়ার আরেকটা প্রচেষ্টা চলছে বলে জানা গেছে। তামিম যদি দলে ফিরে তাহলে আরো বাড়বে বাংলাদেশ দলের শক্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ সেমিফাইনাল নিশ্চিত করার লড়াই বাংলাদেশ নারী ক্রিকেট দলের
পরবর্তী নিবন্ধএক নাম্বার হওয়ার জন্যই দল গড়েছে কিষোয়ান