পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে কারফিউ

| মঙ্গলবার , ১৮ মার্চ, ২০২৫ at ৪:৩৮ পূর্বাহ্ণ

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপত্তায় বাড়তে থাকা হুমকি মোকাবেলার জন্য গত রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে পাকিস্তানের পত্রিকা ‘দ্য ডন’। দক্ষিণ ওয়াজিরিস্তানের উপকমিশনাররা গতকাল সোমবার থেকে কারফিউ কার্যকরের ঘোষণা দিয়েছেন। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ চলবে। এ সময় জেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ থাকবে। জেলা প্রশাসন জনগণের সহযোগিতা কামনা করেছে এবং কারফিউ ও সড়ক বন্ধের আদেশ মেনে চলার গুরুত্ব তুলে ধরেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব পদক্ষেপ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকার স্থিতিশীলতা বজায় রাখার জন্য নেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।

কারফিউ জারির তিন দিন আগে দক্ষিণ ওয়াজিরিস্তানের জানদোলা এলাকায় আত্মঘাতী বোমা হামলার পর পাকিস্তান সেনাবাহিনী একটি সন্ত্রাসী হামলা প্রতিহত করে। ওই ঘটনায় ১০ জঙ্গি নিহত হয়। এর এক দিন পর, দক্ষিণ ওয়াজিরিস্তানের একটি মসজিদে বিস্ফোরণ ঘটে। এতে অন্তত চারজন আহত হন, তাদের মধ্যে জামিয়াত উলামাইসলামফজল (জেইউআইএফ)-এর এক জেলা আমিরও ছিলেন। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস)-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে সন্ত্রাসী হামলার সংখ্যা আগের মাসের তুলনায় ৪২ শতাংশ বেড়েছে। এ বছর জানুয়ারিতে সবচেয়ে বেশি সংঘাত হয়েছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে। এরপরই আছে বেলুচিস্তান। তথ্য অনুযায়ী, জানুয়ারিতে পাকিস্তানে ৭৪টি সন্ত্রাসী হামলা হয়েছে।

এতে ৯১ জন নিহত হন, যাদের মধ্যে ৩৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, ২০ জন সাধারণ নাগরিক এবং ৩৬ জন সন্ত্রাসী। এছাড়া, এসব হামলায় ১১৭ জন আহত হয়েছে, তাদের মধ্যে ৫৩ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, ৫৪ জন সাধারণ নাগরিক এবং ১০ জন জঙ্গি।

পূর্ববর্তী নিবন্ধইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত বেড়ে ৫৩
পরবর্তী নিবন্ধহুতিরা জাহাজে হামলা বন্ধ না করলে আক্রমণ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র