পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া, বেলুচিস্তান ও পাঞ্জাব প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে অন্তত ১৬ জঙ্গি নিহত হয়েছেন। শনি ও রোববারের এসব ঘটনায় সেনাবাহিনীর দুই সদস্যসহ চার আইন প্রয়োগকারীও নিহত হয়েছেন। খবর বিডিনিউজের। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে খাইবার পাখতুনখওয়ার বান্নু জেলার বাকা খেল এলাকায় নিরাপত্তা বাহিনীর চালানো এক অভিযানে পাঁচ জঙ্গি নিহত ও আরও নয়জন আহত হন। এসময় দুইপক্ষের গোলাগুলিতে পাকিস্তান সেনাবাহিনীর এক সিপাহি নিহত হন। পাকিস্তান সামরিক বাহিনীর ইন্টার–সার্ভিসেস পাবলিক রিলেশন্স এক বিবৃতিতে জানিয়েছে, খাইবার পাখতুনখওয়ার খাইবার জেলার শাগাই এলাকায় নিরাপত্তা বাহিনীর আরেকটি অভিযানে তিন জঙ্গি নিহত হয়েছেন। এখান থেকে নিরাপত্তা বাহিনী আরও দুই জঙ্গিকে গ্রেপ্তার করেছে। তবে শাগাইয়ের অভিযান দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলির এক পর্যায়ে পাকিস্তান সেনাবাহিনীর ২৫ বছর বয়সী এক ক্যাপ্টেন নিহত হয়েছেন। এখানে নিহত জঙ্গিদের মধ্যে একজন জুনে কাহলিল জিব্রান নামের এক সাংবাদিক হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
একই প্রদেশের লাক্কি মারওয়াত জেলার দাররা পেজু শহরের এক থানায় সশস্ত্র হামলাকারীদের গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হন।