পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ১০০

| বুধবার , ১ ফেব্রুয়ারি, ২০২৩ at ৯:৫৬ পূর্বাহ্ণ

পাকিস্তানের পেশোয়ারে পুলিশ লাইনস এলাকার মসজিদে আত্মঘাতী বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১০০তে দাঁড়িয়েছে। সোমবার দুপুরের দিকে হামলাটি ঘটে। হামলার পরদিন মঙ্গলবার ঘটনাস্থল থেকে আরও মরদেহ উদ্ধার করা হয়। হতাহতদের লেডি রিডিং হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ অসিম বলেন, ১০০টি মরদেহ আনা হয়েছে। আহত ৫৩ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে সাতজনকে আইসিইউতে নেওয়া হয়েছে। খবর বাংলানিউজের।

তিনি বলেন, আহতদের অধিকাংশই বিপদমুক্ত, আহত সবাইকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। সোমবার পেশোয়ারের রেড জোন এলাকায় ওই মসজিদে বিস্ফোরণের পর দিন শেষে ৫৯ জনের প্রাণহানির খবর জানা যায়, যাদের অধিকাংশই পুলিশ কর্মকর্তা। ঘটনায় দেড় শতাধিক লোক আহত হন।

জোহরের নামাজ শুরু হওয়ার পরপরই বিস্ফোরণটি ঘটে। শক্তিশালী বিস্ফোরণে দেয়ালের আংশিক ভেঙে যাওয়ার পাশাপাশি ছাদ ধসে পড়ে। পেশোয়ার ডিভিশন কমিশনার রিয়াজ মেহসুদ বলেন, ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম এবং অনুসন্ধান অভিযান সমাপ্ত হয়েছে। পেশোয়ার পুলিশের প্রধান মোহাম্মদ ইজাজ খান বলেন, ৯০ শতাংশেরও বেশি ভুক্তভোগী পুলিশ সদস্য।

মসজিদে নামাজের জন্য ৩০০ থেকে ৪০০ লোক ছিলেন। বিস্ফোরণ থেকে বেঁচে যাওয়া ওয়াজাহাত আলি নামে ২৩ বছর বয়সী পুলিশ কনস্টেবল এএফপিকে বলেন, বেঁচে থাকার কোনো আশা ছিল না। ধ্বংসস্তূপের নিচে একটি মরদেহের সঙ্গে সাত ঘণ্টা ছিলাম।

পূর্ববর্তী নিবন্ধঅবসরের বয়স বাড়ানোর প্রতিবাদে ফ্রান্সে ধর্মঘট অব্যাহত
পরবর্তী নিবন্ধধর্ষণের দায়ে যাবজ্জীবন দণ্ডিত আসারাম বাপু