পাকিস্তানে বোমা বিস্ফোরণ নিহত ৪, আহত ১৪

| সোমবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ১১:১২ পূর্বাহ্ণ

পাকিস্তানে বেলুচিস্তানের একটি বাজারে বোমা বিস্ফোরণে অন্তত চার জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৪ জন। পাকিস্তানের পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে ‘দ্য ডন’ পত্রিকা এ খবর জানিয়েছে। বেলুচিস্তানের বারখান অঞ্চলের বাজারে রোববার সকালে এ বিস্ফোরণ ঘটে। ঘরে তৈরি বোমাটি মোটরসাইকেলে পাতা ছিল বলে জানিয়েছেন বারখানের উপ কমিশনার আবদুল্লাহ। বারখানের জেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. আব্দুল হামিদ বলেন, আহতদেরকে রাখনি হাসপাতালে নেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।

হামলার দায় কোনও গোষ্ঠী স্বীকার করেনি। পুলিশ ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ শুরু করেছে বলে জানিয়েছেন পুলিশের উপ কমিশনার আবদুল্লাহ। স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, স্বেচ্ছাসেবকরা রক্তাক্ত লোকজনকে নিয়ে যাচ্ছে। বিস্ফোরণস্থলে ভিড় করেছে মানুষ। বাজারের কয়েকটি মোটরসাইকেল এবং দোকানের সবজি ছিন্নভিন্ন হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে।

তবে ভিডিওগুলোর সত্যতা যাচাই করা যায়নি। খাইবার পাখতুনখাওয়া প্রদেশ এবং আফগানিস্তান সীমান্ত এলাকাগুলোতে হামলার ঘটনার পর বেলুচিস্তানে হামলা হল। পাকিস্তান সরকারের সঙ্গে গতবছর নভেম্বরে নিষিদ্ধঘোষিত তেহরিকতালেবান পাকিস্তানের আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকে জঙ্গি এই গোষ্ঠীটি হামলা বাড়িয়েছে। তাছাড়া, বেলুচিস্তানেও বিদ্রোহীরা সহিংস তৎপরতা বাড়িয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইসরায়েল-ফিলিস্তিন বৈঠক শুরু
পরবর্তী নিবন্ধভবন নির্মাণে অনিয়মে গ্রেপ্তার ১৮৪