পাকিস্তানে পুলিশ স্টেশনে জঙ্গি হামলা, চার পুলিশ নিহত

| সোমবার , ১৯ ডিসেম্বর, ২০২২ at ৬:২২ পূর্বাহ্ণ

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাক্কি মারওয়াত এলাকার বুরগি পুলিশ স্টেশনে জঙ্গি হামলায় চার পুলিশ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। রোববার ভোররাতের দিকে হামলা হয় বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। লাক্কি পুলিশের মুখপাত্র শহীদ হামিদ পাকিস্তানের দ্য ডন পত্রিকাকে বলেন, মধ্যরাতে জঙ্গিরা পুলিশ স্টেশনে হামলা করে ভবনে ঢোকার চেষ্টা করেছে। সে সময় ৬০ জনের বেশি পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন বলেও উল্লেখ করেন তিনি। খবর বিডিনিউজের।

তিনি বলেন, পুলিশ সদস্যরা প্রায় ৪৫ মিনিট জঙ্গিদের সঙ্গে লড়াই করেছে। এরপর হামলাকারীরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। লাক্কি শহর থেকে পুলিশ স্টেশনটিতে পৌঁছাতে দেড় ঘণ্টা মতো সময় লাগে। কোনও গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। তবে পুলিশের সন্দেহ, নিষিদ্ধ দল তেহরিকুইুতালেবান পাকিস্তান (টিটিপি) হামলা চালিয়েছে। ওই এলাকায় দলটির তৎপরতা রয়েছে।

রোববার সকালে লাক্কি পুলিশ লাইনে নিহত পুলিশ সদস্যদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক পুলিশ কর্মকর্তারাসহ উর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও সরকারি কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী মাহমুদ খান এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়েছেন। নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহত পুলিশ সদস্যদের দ্রুত সুস্থতাও কামনা করেছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেন শান্তি আলোচনা শুরুর সময় এখনই : কিসিঞ্জার
পরবর্তী নিবন্ধঅস্কারজয়ী সিনেমার অভিনেত্রী গ্রেপ্তার