পাকিস্তানে দুই ডোজ টিকা নিলেই যাওয়া যাবে মসজিদে

| মঙ্গলবার , ২৫ জানুয়ারি, ২০২২ at ৮:৪১ পূর্বাহ্ণ

পাকিস্তানে আরোপ করা করোনাভাইরাস নতুন বিধিনিষেধ অনুযায়ী, যারা পূর্ণ কোভিড টিকা নেননি তারা নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করতে পারবেন না। এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মহামারী শুরু হওয়ার পর থেকে দৈনিক সর্বোচ্চ রোগী শনাক্ত হওয়ার প্রেক্ষিতে দেশটির কর্তৃপক্ষ এ ধরনের বেশ কয়েকটি কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। খবর বিডিনিউজের।

শুক্রবার দেশটিতে ৭ হাজার ৬৭৮ জনের শরীরে কোভিড সংক্রমণ ধরা পড়ে। এটি করোনাভাইরাস মহামারী শুরু হওয়ার পর একদিনে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হওয়ার রেকর্ড। জনস্‌ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, পাকিস্তানে প্রতিদিন গড়ে ৬২০৮ জন নতুন রোগী শনাক্ত হচ্ছে। এ পরিস্থিতিতে দেশটির সরকার যেসব জেলায় করোনাভাইরাস পরীক্ষায় আক্রান্তের হার ১০ শতাংশের উপরে সেখানে বিয়ের অনুষ্ঠানসহ ঘরের ভেতরের সব ধরনের জমায়েত নিষিদ্ধ করার পাশাপাশি স্কুল ও যেসব খেলাধুলায় শারীরিক সংস্পর্শ লাগে সেগুলো বন্ধ করার নির্দেশ দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতি মার্কিনিদের ফেরার নির্দেশ
পরবর্তী নিবন্ধপ্লেনের চাকায় চড়ে দক্ষিণ আফ্রিকা থেকে আমস্টারডাম!