জিম্বাবুয়ে সফরটা হার দিয়ে শুরু হলো পাকিস্তানের। আগে ব্যাট করে জিম্বাবুয়ে অল্প রানেই থামে। কিন্তু লক্ষ্য তাড়ায় নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তানি দল। তবে বৃষ্টি বাধায় খেলা স্থগিত থাকে অনেকক্ষণ। শেষ পর্যন্ত বৃষ্টি আইনে (ডিএলএস মেথডে) জয় হয় জিম্বাবুইয়ানদের। বুলাওয়েতে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জয় পেয়েছে স্বাগতিকরা। আগে ব্যাট করে সব উইকেট হারিয়ে ২০৫ রান তুলতে পারে তারা। জবাবে ৫৮ রানে ৬ উইকেট হারায় পাকিস্তান। পরে আরও দুই রান যোগ হতেই মুষলধারে বৃষ্টি নামে। পরে আর একটি বলও মাঠে গড়ায়নি। শেষে আম্পায়াররা মাঠ পরিদর্শন করে ম্যাচ সেখানেই শেষ ঘোষণা করেন। বৃষ্টি আইনে ফল নির্ধারণ করা হয়, যেখানে জয়ী দলটি জিম্বাবুয়ে। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের ব্যাটাররা খুব একটা সুবিধা করতে পারেননি। ৪০ রানের উদ্বোধনী জুটির পর খেই হারিয়ে ফেলে তারা। উইকেট পতনের মিছিলে ব্যতিক্রম এনগারাভা এবং সিকান্দার রাজা। নয়ে নেমে ৫২ বলে ৪৮ রান করেছেন এনগারাভা। আর রাজার ব্যাট থেকে আসে ৫৬ বলে ৩৯ রান। তাদের ইনিংস থামে ৪০.২ ওভারেই। বল হাতে পাকিস্তানের আগা সালমান ও ফয়সাল আকরাম ৩টি করে উইকেট নেন। এছাড়া আমের জামাল, হাসনাইন এবং হারিস রৌফ ১টি করে উইকেট ঝুলিতে পুরেছেন। জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। দলীয় ১৭ রানে ২ উইকেট হারানো দলটি ৫৮ রান তুলতে হারিয়ে ফেলে আরও ৪ উইকেট। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ৪৩ বলে ১৯ রান নিয়ে অপরাজিত থাকেন। বল হাতে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি, শন উইলিয়ামস ও সিকান্দার রাজা ২টি করে উইকেট পেয়েছেন।