পাকিস্তানকে উড়িয়ে শিরোপার আরো কাছে বাংলাদেশ

সাফ উইমেন’স ফুটসাল

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২৪ জানুয়ারি, ২০২৬ at ৫:৫৮ পূর্বাহ্ণ

সাফ উইমেন’স ফুটসালে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে শিরোপার আরো কাছে চলে গেছে বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককে ননথাবুরি হলে গতকাল শুক্রবার বাংলাদেশ ৯১ গোলের বড় ব্যবধানে পাকিস্তানকে হারিয়েছে। খেলার প্রথমার্ধেই ছয় গোল করে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলে সাবিনাকৃষ্ণানীলারা। দ্বিতীয়ার্ধে গোল আসে আরও তিনটি। বাংলাদেশের হয়ে চার গোল করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। জোড়া গোল পেয়েছেন কৃষ্ণা রানী সরকার ও নৌশিন জাহান। অন্য গোলটি নিলুফা ইয়াসমিন নীলার।

পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে প্রথম আসরের শিরোপা জয়ের পথে দারুণ গতিতে ছুটছে বাংলাদেশ। ৯ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে থাকা ভারত ম্যাচ খেলেছে চারটি। ভারতকে ৩১ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩৩ ড্র করেছিল। পরের দুই ম্যাচে যথাক্রমে নেপালকে ৩০ এবং শ্রীলঙ্কাকে ৬২ গোলে হারায় দল।

টানা দুই জয়ের আত্মবিশ্বাস নিয়ে নামা বাংলাদেশ দারুণ গোছালো আক্রমণে সপ্তম মিনিটে এগিয়ে যায়। কৃষ্ণার পাস ধরে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা মাতসুশিমা সুমাইয়া বল বাড়ান গোলমুখে। ফাঁকায় থাকা সাবিনা নিখুঁত ট্যাপে বল জড়িয়ে দেন জালে। এই গোলের রেশ থাকতেই সাবিনার পাসে সার্কেলের ঠিক ওপর থেকে বাম পায়ের প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন নীলা।

দশম মিনিটে নৌশিন ব্যবধান আরও বাড়ান। দুই মিনিট পর পাকিস্তান গোলকিপারে স্লাইড করেও বল ক্লিয়ার করতে পারেননি। নিখুঁত টোকায় নিজের দ্বিতীয় গোলটি করেন নৌশিন। প্রথমার্ধের শেষ দিকে এক মিনিটের মধ্যে আরও দুই গোল করে পাকিস্তানকে কোণঠাসা করে ফেলে বাংলাদেশ। সুমাইয়ার পাস প্রথম স্পর্শে নিয়ন্ত্রণ নিয়ে, জায়গা বানিয়ে বাম পায়ের শটে লক্ষ্যভেদ করেন কৃষ্ণা। এরপর নীলার পাসে বাম পায়ের প্লেসিং শটে জাল খুঁজে নেন সাবিনা।

জয় অনেকটাই নিশ্চিত হয়ে যাওয়ায় দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া ছিল না বাংলাদেশ। এ অর্ধের দ্বাদশ মিনিটে সাবিনার পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন কৃষ্ণা। একটু পর আনমোল হিরা উঁচু শটে পাকিস্তানকে গোল এনে দেন। সাত মিনিট বাকি থাকতে সাবিনার শট গোলকিপারের পায়ে লেগে জালে জড়ায়। শেষ দিকে কিছুটা দূরূহ কোণ থেকে সাবিনা আবারও জাল খুঁজে নিলে অনেক বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে রোববার মালদ্বীপের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সাত দলের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় দ্রুতগামী ট্রাকের চাপায় শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধসরস্বতী পূজায় বিদ্যা দেবীর আরাধনা