পাকিস্তান সিরিজের পরেই বসবে নতুন চেয়ার

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৩০ নভেম্বর, ২০২১ at ৬:৫৮ পূর্বাহ্ণ

জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারিজুড়ে ভাঙা চেয়ার। কিন্তু পূর্ব দিকের গ্যালারির একেবারে নিচের অংশে তাকালে দেখা যাবে তিনটি চকচকে চেয়ার পাশাপাশি বসানো। এই তিনটি চেয়ারও বসানো হয়েছে প্রায় দুই বছর আগে। চেয়ারগুলো সেম্পল হিসেবে বসানো হয়েছিল আরএফএলের পক্ষ থেকে। তবে চেয়ার বসানোর এই কাজ আরএফএলকে দিবে নাকি বিসিবি নিজেরা করবে তা নিয়ে রশি টানাটানি চলেছে দীর্ঘ দিন। সেই কারণেই এতদিন ভাঙ্গা চেয়ার আর হতশ্রী চেহারা নিয়ে থাকতে হয়েছে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামকে।
পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট শুরুর আগে যখন স্টেডিয়ামের ভাঙ্গা চেয়ার আলোচনায় আসে তখন টনক নড়ে বিসিবি কর্তাদের। এখন তারা নতুন চেয়ার বসাতে রাজি হয়েছে। আর কাজটি করার দায়িত্ব পাচ্ছে আরএফএল। চলমান পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার টেস্ট ম্যাচ শেষেই জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে নতুন চেয়ার স্থাপন করা হবে।
প্রায় দশ বছর আগে ২০১১ বিশ্বকাপকে সামনে রেখে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারিতে বসানো হয়েছিল ১৮ হাজার চেয়ার। এর মধ্যে প্রায় ১২ হাজারের মত নষ্ট হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। আর বাকি যেসব চেয়ার ভাল আছে সেগুলো বলতে গেলে এক রকম বসার উপযোগী অবস্থায় নেই। তাই এখন নতুন চেয়ার বসানোটা জরুরি হয়ে পড়েছে।
করোনার কারণে ২০২০ এবং ২০২১ সালে যেসব ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সেব ম্যাচে দর্শকদের প্রবেশাধিকার ছিল না। কিন্তু এখন মাঠে দর্শকদের প্রবেশের অধিকার দিয়েছে বিসিবি। আর সে কারণেই স্টেডিয়ামের ভাঙ্গা চেয়ার পুনস্থাপনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের ভাঙ্গা চেয়ার নিয়ে লেখালেখি হওয়ায় বিসিবি চাইছে দ্রুতই এই চেয়ার পুনস্থাপনের কাজটি সম্পন্ন করতে।
প্রায় সাড়ে ১২ হাজার চেয়ার পুনস্থাপন করবে আরএফএল। আর সে কাজটা পাকিস্তান-বাংলাদেশ টেস্ট ম্যাচ শেষ হওয়ার পরপরই শুরু হবে বলে জানিয়েছেন বিসিবির একাধিক কর্মকর্তা। তারা জানিয়েছে, চিন থেকে আমদানী করা হচ্ছে এই চেয়ারগুলো। এবারে আরএফএল অনেক কম টাকায় চেয়ার বসিয়ে দিচ্ছে বলে জানিয়েছে বিসিবির এক কর্মকর্তা। আগে যেখানে প্রতিটি চেয়ার স্থাপনে খরচ পড়েছিল সাড়ে তিন হাজার টাকা সেখানে এবারে আরএফএল তা মাত্র ১৩০০ টাকায় বসিয়ে দিচ্ছে। চেয়ারগুলো টেকসই হবে বলেও জানা গেছে। আশা করা হচ্ছে আগামী সিরিজের আগে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে নতুন চেয়ার বসে যাবে। শুধু স্টেডিয়ামের চেয়ার নয়, স্টেডিয়ামের ভেতরের চারপাশে রং উঠে গেছে। কোথাও কোথাও টাইলস ভেঙ্গে গেছে। বাথরুমের ফিটিংস নষ্ট হয়ে গেছে। এরকম অনেক ক্ষত এখন জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে। পর্যায়ক্রমে সে সব ক্ষতও ঠিক করা হবে বলে জানিয়েছে বিসিবির একাধিক কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধসাবেক জেলার সোহেলের বিরুদ্ধে দুদকের মামলা
পরবর্তী নিবন্ধঅবিশ্বাস্য কিছুর আশায় বাংলাদেশ