পাকিস্তান সফরে ‘এ’ দলের হয়ে প্রথম ম্যাচ খেলবেন মুশফিক-মুমিনুল

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৩১ জুলাই, ২০২৪ at ১১:৩১ পূর্বাহ্ণ

জাতীয় দলের হয়ে মাঠে নামার আগে ‘এ’ দলের হয়ে পাকিস্তানে চার দিনের ম্যাচ খেলবেন মুমিনুল হক, মুশফিকুর রহিমসহ টেস্ট দলের নিয়মিত কয়েকজন ক্রিকেটার। প্রথম ম্যাচের পর তারা যোগ দিতে পারেন টেস্ট সিরিজের দলে। আনুষ্ঠানিক বিবৃতিতে গতকাল মঙ্গলবার বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফরের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। প্রায় তিন সপ্তাহের এই সফরে দুটি চার দিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ৬ আগস্ট দেশ ছাড়বে দলটি। ইসলামাবাদে ১০ আগস্ট শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। ওই ম্যাচে মুশফিক ও মুমিনুল ছাড়াও খেলতে পারেন টেস্ট দলের নিয়মিত মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন, নাঈম হাসান, হাসান মাহমুদ। একই মাঠে ১৭ অগাস্ট শুরু হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ। শাহাদাত ছাড়া বাকি ছয়জনকে রাখা হয়নি দ্বিতীয় ম্যাচের স্কোয়াডে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে আগামী ১৬ অগাস্ট পাকিস্তান সফর করার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় দলের। রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট শুরু হবে প্রথম টেস্ট। পরে করাচিত ৩০ আগস্ট থেকে হবে দ্বিতীয় টেস্ট ।চার দিনের দুটি ম্যাচ শেষ করার পর ইসলামাবাদেই ২৩, ২৫ ও ২৭ আগস্ট এক দিনের ম্যাচ তিনটি খেলবে বাংলাদেশ ‘এ’ দল। দুই সিরিজের পাঁচ ম্যাচের দলেই আছেন সাত ক্রিকেটার। তারা হলেন এনামুল হক, মোসাদ্দেক হোসেন, মাহিদুল ইসলাম, তানভির ইসলাম, তানজিম হাসান, রেজাউর রহমান ও রুয়েল মিয়া। পাকিস্তান সফরের আগে ‘এ’ দলের সম্ভাব্য ক্রিকেটারদের নিয়ে চলতি মাসের মাঝামাঝি থেকে চলছে প্রস্তুতি ক্যাম্প। এরই মধ্যে তারা নিজেদের মধ্যে একটি দুই দিনের ম্যাচ খেলেছে। এখন চলছে তিন দিনের ম্যাচ। দুই দিনের ম্যাচে একমাত্র ইনিংসে সেঞ্চুরি করেন মুমিনুল। প্রথম ইনিংসে ৫০ রানের পর দ্বিতীয়টিতে ৪৮ রান করেন মুশফিক। ধারাবাহিকতা ধরে রেখে তিন দিনের ম্যাচেও প্রথম ইনিংসে ফিফটি করেন মুশফিক। এনামুলের ব্যাট থেকে আসে ৯০ রান। প্রথম চার দিনের ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঃ মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহিদুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, তানভির ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান, রেজাউর রহমান, রুয়েল মিয়া।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যালয়ে চুরি
পরবর্তী নিবন্ধদক্ষিণ আফ্রিকাকে প্রথম স্বর্ণ উপহার দিলেন সাঁতারু টাজানা স্মিথ