এক বছরের বেশি সময় পর পাকিস্তান টেস্ট দলে ফিরেছেন ফাস্ট বোলার নাসিম শাহ। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য ১৭ সদস্যের দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান কামরান গুলাম, মুহাম্মদ হুরাইরা ও পেসার মোহাম্মদ আলি। এই সংস্করণে নেতৃত্ব দেবেন শান মাসুদ। সহ–অধিনায়কত্ব পেয়েছেন ব্যাটসম্যান সাউদ শাকিল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই টেস্টের প্রথমটি রাওয়ালপিন্ডিতে শুরু হবে ২১ আগস্ট। করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু ৩০ আগস্ট। পাকিস্তান টেস্ট দল ঃ শান মাসুদ (অধিনায়ক), সাউদ শাকিল (সহ–অধিনায়ক), আমের জামাল (ফিটনেস সাপেক্ষে), আবদুল্লাহ শাফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আলি, মুহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আইয়ুব, আঘা সালমান, সারফারাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি।