পাকিস্তান-আফগানিস্তান ‘ফ্রেন্ডশিপ গেইট’ তালেবানের দখলে

| শুক্রবার , ১৬ জুলাই, ২০২১ at ৬:৫৯ পূর্বাহ্ণ

পাকিস্তানের সমুদ্রবন্দরগুলোর সঙ্গে আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারের যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারটি দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা। খবর বিডিনিউজের।
বৃহস্পতিবার রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, আফগানিস্তানের স্পিন বলদাক সীমান্তে ওয়েশ-চামান সীমান্ত ক্রসিং দখলে নেওয়ার পর একটি ভিডিও বার্তা প্রচার করেছে তালেবান বাহিনী। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর এই সীমান্ত ক্রসিং দখল করা তালেবানের অন্যতম বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
তালেবানের প্রচারিত ভিডিওতে দেখা গেছে, সীমান্তের ‘পাকিস্তান-আফগানিস্তান ফ্রেন্ডশিপ গেইটের’ সামনে যোদ্ধারা সাদা কাপড়ে কালো অক্ষরে লেখা পতাকা ওড়াচ্ছে। এই ক্রসিংয়ের এক পাশে আফগানিস্তানের ওয়েশ শহর অন্যপাশে পাকিস্তানের চামান শহর অবস্থিত।
ভিডিতে ক্যামেরার সামনে এক তালেবান যোদ্ধা বলেন, আমেরিকা ও তার পাপেটদের দুই দশকের নিষ্ঠুরতার পর এই গেইট এবং স্পিন বলদাক জেলা তালেবানের দখলে এসেছে। মুজাহিদিন এবং এর জনগণের দৃঢ় প্রতিরোধ শত্রুকে এই এলাকা ত্যাগ করতে বাধ্য করেছে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা ইসলামি আমিরাতের পতাকা। এই পতাকা ওড়ানোর জন্য হাজারো মুজাহিদিন তাদের রক্তপাত করেছে।

পূর্ববর্তী নিবন্ধজনসনের সানস্ক্রিনে ক্যান্সারের উপাদান বিক্রি বন্ধ
পরবর্তী নিবন্ধকরোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে ডব্লিউএইচও