পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলও চট্টগ্রামে

৩০ এপ্রিল শুরু চারদিনের টেস্ট ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৭ এপ্রিল, ২০২৩ at ১০:৫৪ পূর্বাহ্ণ

পাকিস্তান অনূর্ধ্ব১৯ দলের বিপক্ষে সিরিজ খেলতে আগের দিন অর্থাৎ গত মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামে পৌঁছে বাংলাদেশ অনূর্ধ্ব১৯ ক্রিকেট দল। গতকাল রাতে এসেছে পাকিস্তান অনূর্ধ্ব১৯ ক্রিকেট দল। দু’দলই উঠেছে হোটেল পেনিনসুলায়। গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব১৯ ক্রিকেট দল অনুশীলন করেছে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে। আজ পাকিস্তান এবং বাংলাদেশ অনূর্ধ্ব১৯ দল অনুশীলন করবে একই ভেন্যুতে। বাংলাদেশের যুবারা অনুশীলন করবে সকাল ৯টা থেকে আর পাকিস্তানের যুবারা অনুশীলন করবে দুপুর ২টা থেকে।

আগামী ৩০ এপ্রিল শুরু হবে দু দলের মধ্যকার সফরের একমাত্র চার দিনের ম্যাচটি। চলবে ৩ মে পর্যন্ত। এরপর ৪ মে বিশ্রাম এবং ৫ মে অনুশীলন করবে দুদল। ৬ মে অনুষ্ঠিত হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি। ৭ মে আবার বিশ্রাম। ৮ মে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি। ৯ মে চট্টগ্রাম ত্যাগ করবে দু দল। ওয়ানডে সিরিজের পরের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১, ১৩ এবং ১৫ মে। আর এই তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে। এই সফরে বাংলাদেশ অনূর্ধ্ব১৯ দলের বিপক্ষে একটি মাত্র টিটোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান অনূর্ধ্ব১৯ দল আর এই ম্যাচটিও অনুষ্ঠিত হবে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ১৭ মে।

পূর্ববর্তী নিবন্ধবাফুফে ইস্যু: ক্রীড়ামন্ত্রীকে সাবেক তারকাদের চিঠি
পরবর্তী নিবন্ধসব কন্ডিশনেই উন্নতি করতে চান হাথুরুসিংহে