পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসছে ২৬ এপ্রিল

| বৃহস্পতিবার , ২০ এপ্রিল, ২০২৩ at ৯:৪০ পূর্বাহ্ণ

পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান অনূর্ধ্ব১৯ ক্রিকেট দল। বাংলাদেশের যুবাদের বিপক্ষে সিরিজে একটি টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং একটি টিটোয়েন্টি ম্যাচ খেলবে। আগামী ২৬ এপ্রিল ঢাকায় আসবে পাকিস্তান অনূর্ধ্ব১৯ ক্রিকেট দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩০ এপ্রিল থেকে একমাত্র যুব টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে। একই ভেন্যুতে সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ৬ ও ৮ মে। সিরিজের বাকি ওয়ানডে ও একমাত্র টিটোয়েন্টি হবে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে। বাকি তিন ওয়ানডে হবে যথাক্রমে ১১, ১৩ ও ১৫ মে এবং একমাত্র টিটোয়েন্টি হবে ১৭ মে। ১৮ মে বাংলাদেশ ছাড়বে পাকিস্তানের যুবারা।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলঙ্কা সফরে বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষনা
পরবর্তী নিবন্ধজব্বারের বলি খেলা নিয়ে নতুন গান