পাক-ভারত উত্তেজনায় অনিশ্চিত বাংলাদেশের দুই গুরুত্বপূর্ণ সিরিজ

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৮ মে, ২০২৫ at ৭:৩১ পূর্বাহ্ণ

শুরু হয়ে গেছে ভারতপাকিস্তান হামলা পাল্টা হামলা। গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও পাঞ্জাবে ভারত মিসাইল আক্রমণ করলে শুরু হয় যুদ্ধ। পাকিস্তানও পাল্টা জবাব দেয়। দু’পক্ষের আক্রমণ ও পাল্টা আক্রমণে উত্তেজনা এখন চরমে। ভারত ও পাকিস্তানের এ যুদ্ধবিগ্রহ শুধু দু’দেশেই স্থির থাকবে না। আশপাশেও উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। সেক্ষেত্রে পাকভারত যুদ্ধের নানা নেতিবাচক প্রভাব পড়তে পারে বাংলাদেশেও।

একই সাথে ক্রিকেটীয় সমপ্রীতি বিনষ্টের সম্ভাবনাও জেগেছে। দু’দেশ যেসব ক্রিকেট আসরে অংশ নেয়, সেই এশিয়া কাপ (আয়োজক ভারত, তবে প্রস্তাবিত ভেন্যু আরব আমিরাত এবং শুরুর সম্ভাব্য তারিখ ১৮ থেকে ১৯ সেপ্টেম্বর) হওয়ার সম্ভাবনাও চলে গেছে শূন্যের কোটায়। কারণ ভারত আগেই জানিয়ে রেখেছিল, তারা পাকিস্তানের সঙ্গে সিরিজ বা কোনো টুর্নামেন্ট খেলবে না। সেখানে সরাসরি যুদ্ধের পর পাকিস্তানের সঙ্গে খেলায় অংশ নেওয়ার প্রশ্নই আসে না। কাজেই ধরেই নেওয়া যায়, এবারের এশিয়া কাপের ভাগ্য পুরোপুরি অনিশ্চিত। সবচেয়ে বিপাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে বাংলাদেশ।

আগামী মে মাসেই বাংলাদেশ জাতীয় দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা। সূচিও চূড়ান্ত। আগামী ২৫ ও ২৭ মে ফয়সালাবাদে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই টিটোয়েন্টি হওয়ার কথা। তারপর ৩০ মে এবং ১ ও ৩ জুন লাহোরে বাকি তিন টিটোয়েন্টি ম্যাচ হবে। এরপর আগামী আগস্টে বাংলাদেশ সফরের সব কিছু চূড়ান্ত হয়ে ছিল ভারতের। এই সফরে সমান ৩টি করে ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা তাদের। এমন পরিস্থিতিতে ওই দুই সিরিজের ভবিষ্যত অনিশ্চিত। বর্তমান পরিস্থিতি বজায় থাকলে বাংলাদেশের পাকিস্তান গিয়ে খেলা এবং ভারতের বাংলাদেশ সফরের প্রশ্নই আসে না। যুদ্ধ বন্ধ হয়ে শান্তি ফিরলেই কেবল ওই দুই সিরিজ মাঠে গড়াতে পারে। বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন এখনই পাকভারত উত্তেজনার আলোকে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। এখন কথা বলা যুক্তিযুক্তও না। আমরা তথা বিসিবি পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

অবস্থা বুঝে তারপর ব্যবস্থা নেওয়ার কথা ভাবছি। ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডও নিশ্চয়ই অবস্থার প্রেক্ষিতে তাদের ভাষ্য জানাবে। সেগুলো আগে জেনে নিই। তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধতিন দিন ধরে বন্ধ স্পিডবোট চলাচল, ভোগান্তি
পরবর্তী নিবন্ধট্রিপল এস মাস্টার্সের ক্রিকেট কমিটি গঠিত