পাওয়া না পাওয়ার শেষ ইতিহাস

নওশীন শরীফ | বৃহস্পতিবার , ৩১ অক্টোবর, ২০২৪ at ৭:১০ পূর্বাহ্ণ

আমি চলেছি নীলগিরির পথ ধরে,

মাথার পরে ধূসর নীলাকাশ!

তোমায় ডেকেছি বহুবার! শোননি তুমি!

ফিরিয়ে দিয়েছ তাই ফিরে আমি যাবো না কভু!

একাকী চলার নীরবতার মাঝে

তুমি কেন বারে বারে

দৃষ্টির সীমানায় সীমান্ত অতিক্রম করে

আগলে রেখেছ আমায়?

এখন বদলে গেছি আমি,

দিন বদলের দিন এসেছে। ও পথে আর যাবো না

নেই শ্রাবণের বারিধারা, চারপাশ ঘেরা মরুদ্যান!

আকাশে নেই বলাকার ঝাঁক!

নেই মেঘের ঘনঘটার গর্জন,

সম্মুখে বিশাল পথের বাঁকে বাঁকে স্বপ্নেরা

হাতছানি দেয়!

সে পথের দুধারে কাশফুলের মাতামাতি

গভীর অরণ্যে ছেয়ে গেছে পথের শেষ সীমানা!

আমার পাওয়া না পাওয়ার শেষ ইতিহাস।

পূর্ববর্তী নিবন্ধভোরের আলো
পরবর্তী নিবন্ধবিদেশ যাত্রার আগেই প্রয়োজন বাস্তবিক প্রশিক্ষণ