পাইন্দংয়ে তোরাবিয়া রাজা মরিয়ম কমিউনিটি ক্লিনিক উদ্বোধন

| মঙ্গলবার , ৯ মার্চ, ২০২১ at ১০:৫২ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের সবুজবাগ গ্রামে তোরাবিয়া রাজা মরিয়ম কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের উদ্যোগে গত ৬ মার্চ সবুজবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব।
স্বাস্থ্য কমপ্লেঙের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. নাবিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, পাইন্দং ইউপি চেয়ারম্যান একেএম সরোয়ার হোসেন স্বপন, দাতা সদস্য এহসানুল আজিম, আবু জাফর চৌধুরী বুলবুল, অধ্যাপিকা আয়েশা পারভিন চৌধুরী, বিপাশা মঞ্জুর, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মালেক, জয়নাল আবেদীন, রাইসুল ইসলাম চৌধুরী এমিল, নেছারুল হক, মীর মোরশেদুল আলম প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন সবুজবাগ একতা সংঘের সাধারণ সম্পাদক আর কে নঈম। এসময় আরো উপস্থিত ছিলেন দাতা সদস্য ও উদ্যেক্তা যথাক্রমে এহসানুল আজিম, খোরশেদুল আজিম, জসিম উদ্দীন চৌধুরী (মূল উদ্যেক্তা), নাজিম উদ্দীন, মঈন উদ্দীন মনজুর ও বেগম ফজিলাতুন নেছা খুকি। শেষে রাজা মরিয়ম পরিবারের চিকিৎসক সদস্য ডা. আরাফাত আজিম, ডা. আরেফিন আজিম, ডা. সুরাইয়া জেরিন মিমি, ডা. রুমানা সাইরিন পন্নি ও ডা. তামান্না আজিম নিশার তত্ত্বাবধানে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। উল্লেখ্য, হযরত তোরাব উদ্দীন (রহ.), সবুজবাগ প্রাথমিক বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা মহিউল ইসলাম চৌধুরী রাজা মিয়া ও রত্নগর্ভা পদকপ্রাপ্ত মরহুমা মরিয়ম বেগমের নামে এই ক্লিনিক প্রতিষ্ঠিত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
পরবর্তী নিবন্ধছাত্রসেনা সিটি কলেজ শাখার প্রতিনিধি সম্মেলন