ইস্পাহানি মহানগরী পাইওনিয়র ফুটবল লিগে গতকাল বৃহস্পতিবার দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। দামপাড়া পুলিশ লাইনস মাঠে দুপুরে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় শিকলবাহা স্পোর্টস ক্লাব ৩–০ গোলে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে হ্যাট্রিক করেন মোহাম্মদ সাগর। বিকাল ৩টায় দিনের দ্বিতীয় খেলায় কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি ১–০ গোলে ফরিদ ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন মাইনুল ইসলাম। আজ দুটি খেলা অনুষ্ঠিত হবে। দিনের প্রথম খেলায় বেলা ২টায় মুখোমুখি হবে মোহরা ফুটবল একাডেমি এবং হাটহাজারী স্পোর্টস ক্লাব। দ্বিতীয় খেলা বেলা ৩.১৫ টায় অনুষ্ঠিত হবে। এতে খেলবে বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমি এবং কাজল ফুটবল একাডেমি। দুটি খেলাই দামপাড়া পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হবে।