পাইকারিতে ভোজ্যতেলের অব্যাহত দরপতন

সুফল পাচ্ছেন না ভোক্তারা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৫ জুলাই, ২০২২ at ৮:০৪ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক বাজার কমার কারণে পাইকারীতে ভোজ্যতেলের অব্যাহত দরপতন হলেও ভোক্তা পর্যায়ে এর কোনো ধরনের প্রভাব পড়ছে না। ভোক্তারা বলছেন, আন্তর্জাতিক বাজার বাড়ার সময় কিছুদিন পর পর ভোজ্যতেলের দাম বৃদ্ধি করেন ভোজ্যতেলের আমদানিকারকরা। কিন্তু দরপতনের সময় সেটি লক্ষ্য করা যাচ্ছে না। এছাড়া সরকার খুচরা পর্যায়ে দাম নির্ধারণ করে দেয়ার কারণেও পাইকারী বাজারে দাম কমার সুফল পাওয়া যাচ্ছে না বলছেন ভোজ্যতেল ব্যবসায়ীরা। গতকাল খাতুনগঞ্জের পাইকারী বাজারে খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে খাতুনগঞ্জে প্রতি মণ (৩৭.৩২ কেজি) পাম তেল বিক্রি হচ্ছে ৫ হাজার ৫০ টাকায়। এছাড়া সয়াবিন বিক্রি হচ্ছে মণপ্রতি ৬ হাজার ৬০০ টাকায়। গত এক মাসের ব্যবধানে উভয় তেলের দাম মণপ্রতি এক হাজার টাকা পর্যন্ত কমেছে।
খাতুনগঞ্জের তেল ব্যবসায়ীরা বলছেন, আমাদের দেশে পাম তেল আসে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া থেকে। অপরদিকে সয়াবিন আসে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে। বর্তমানে দেশগুলোতে ফসল উৎপাদনের মৌসুম চলছে। যার কারণে পাম ও সয়াবিন তেলের সরবরাহও বেড়েছে। ফলে আন্তর্জাতিক বাজার কমছে। অন্যদিকে ইন্দোনেশিয়াতে এবার পাম তেলের রেকর্ড উৎপাদন হয়েছে। ইতোমধ্যে ইন্দোনেশিয়া সরকার পাম তেল রপ্তানিতে আগামী দুই মাসের সব ধরণের শুল্ক প্রত্যাহার করেছে। তাই আগামীতে পাম তেলের দাম আরো কমবে। একইভাবে সয়াবিনের সরবরাহও বাড়ছে।
খাতুনগঞ্জের ভোজ্যতেল ব্যবসায়ী জাহানারা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু বক্কর দৈনিক আজাদীকে বলেন, পাম তেল ও সয়াবিন তেলের আন্তর্জাতিক বাজার নিম্নমুখী। এর প্রভাবে পাইকারীতেও দাম কমছে। খুচরা বাজারে সরকার একটা দাম নির্ধারণ করে দিয়েছে, তাই আপাতত পাইকারী বাজারের দরপতনের কোনো সুফল ভোক্তা পর্যায়ে পাওয়া যাচ্ছে না।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এসএম নাজের হোসেন দৈনিক আজাদীকে বলেন, আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম বাড়ে তখন ভোজ্যতেলের আমদানিকারকরা সরকারের সাথে আলোচনা করে দাম বৃদ্ধি করেছেন। কিন্তু গত এক মাস ধরে ভোজ্যতেলের বাজার নিম্নমুখী। সেই অনুপাতে ভোক্তা পর্যায়ে ভোজ্যতেলের দাম কমেনি। সর্বশেষ জুনে সয়াবিন তেলের দাম লিটারে মাত্র ৬ টাকা কমানো হয়েছে। অথচ বাজার অনুপাতে এটি আরো বেশি কমার কথা।
উল্লেখ্য, গত ২৬ জুন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৬ টাকা কমিয়ে ১৯৯ টাকা দরে বিক্রির কথা জানায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এছাড়া খোলা সয়াবিন তেল ৫ টাকা কমে ১৮০ টাকা এবং ১৭ টাকা কমিয়ে ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ৯৮০ টাকায় নির্ধারণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধদোহাজারী-কক্সবাজার রুট ৪০ কি.মি পথে বসেছে রেল লাইন
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর কাছে ১০ কোটি টাকার চেক হস্তান্তর সেনাপ্রধানের