ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগের অংশগ্রহণকারী দলগুলির ক্লাব প্রতিনিধি সভা গতকাল বৃহস্পতিবার এম.এ.আজিজ স্টেডিয়ামস্থ সংস্থার কার্য্যালয় অনুষ্ঠিত হয়। সংস্থার সাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্তা খানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন ফুটবল কমিটির সম্পাদক আশীষ ভদ্র। খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে ইচ্ছুক দলগুলোকে আগামী ২১ ও ২২ মে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯ টার মধ্যে প্রয়োজনীয় দলিল সমেত স্ব স্ব খেলোয়াড়দের নিয়ে সংস্থার কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন কমিটির ভাইস চেয়ারম্যান এবং সংস্থার যুগ্ম সম্পাদক ইবাদুল হক লুলু কমিটির ভাইস চেয়ারম্যান শামীম আজাদ খোকন, আব্দুল্লা আল মামুন, সংস্থার নির্বাহী সদস্য নিয়াজ মাহমুদ খান, যুগ্ম সম্পাদক রাকিব মাহমুদ, মাহবুবুল উল আলম মুকুল, জহির উদ্দিন। এবারের লিগে ২৪টি দল অংশগ্রহণ করছে। ৮টি গ্রুপে দলগুলোকে বাগ করা হয়্যেছে। এ থেকে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী ২টি করে ১৬টি দল প্রি কোয়ার্টার ফাইনাল তারপর কোয়ার্টার ফাইনাল এর পর সেমি-ফাইনাল হয়ে ফাইনাল খেলবে।