ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগ–২০২৫–২০২৬ শীঘ্রই শুরু হবে। এতে অংশগ্রহণে আগ্রহী দলগুলোকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে স্ব স্ব ক্লাবের প্যাডে সভাপতি /সাধারণ সম্পাদকের স্বাক্ষরযু্ক্ত ও মোবাইল নম্বার সহ আবেদন পত্র ফুটবল কমিটির সম্পাদক বরাবরে সকাল (১০টা থেকে রাত ৮টার) মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের দক্ষিন পার্শ্বে সংস্থার কার্যালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।












