চট্টগ্রামের সবচাইতে প্রাচীনতম ফুটবল আসর পাইওনিয়ার ফুটবল লিগ মাঠে গড়াচ্ছে কাল। করোনার কারণে গত দুই মৌসুম এই টুর্নামেন্টটি আয়োজন করা সম্ভব হয়নি। পরিস্থিতি অনুকূলে আসায় আবার বসছে এই পাইওনিয়ার ফুটবল লিগ।
চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত এই পাইওনিয়ার লিগের স্পন্সর করছে ইস্পাহানী গ্রুপ অব কোম্পানিজ। প্রতিষ্ঠানটি দীর্ঘ ৩০ বছর এই লিগের পৃষ্ঠপোষকতা করে আসছে। আগামীকাল বিকেল তিনটায় দামপাড়া পুলিশ লাইনস মাঠে প্রধান অতিথি হিসেবে এ লিগের উদ্বোধন করবেন চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সভাপতি ও পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ইস্পাহানি গ্রুপ অব কোম্পানীজের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি। উদ্বোধনী খেলায় রামপুরা একাদশ ও বরমা ফিজিক্যাল ক্লাব পরষ্পরের মুখোমুখি হবে। এবারের পাইওনিয়ার লিগে ২৪টি দল অংশ গ্রহণ করছে। দলগুলো ৮ গ্রুপে ভাগ হয়ে প্রাথমিক পর্বে অংশগ্রহণ করবে। গ্রুপ পর্ব শেষে প্রতি গ্রুপের ২টি করে দল নকআউট পর্বে খেলবে। এরপর ৮টি দল নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল। তারপর সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে। এবারের পাইওনিয়ার ফুটবল লিগের চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি ২০ হাজার টাকা অর্থ পুরষ্কার। রানার্সআপ দল পাবে ট্রফি সহ নগদ ১২ হাজার টাকা প্রাইজমানি। সেমিফাইনালে পরাজিত দুই দলকে দেওয়া হবে ৫ হাজার করে। কোয়ার্টার ফাইনালে পরাজিত ৪ দলকে দেওয়া হবে আড়াই হাজার টাকা করে। এছাড়া লিগের সর্বোচ্চ গোলদাতা ও ফাইনালের সেরা খেলোয়াড় এবং সুশৃঙ্খল দল পাবে ট্রফিসহ ৩ হাজার টাকা করে প্রাইজমানি। পাইওনিয়ার ফুটবল লিগ উপলক্ষ্যে গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংস্থার ফুটবল কমিটির চেয়ারম্যান ও উপ–পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. জসিমউদ্দীন।