ইস্পাহানি মহানগরী পাইওনিয়র ফুটবল লিগে গতকাল বুধবার দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। দামপাড়া পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমি টাইব্রেকারে ৪-১ গোলে নিমতলা এভারগ্রীন ক্লাবকে পরাজিত করে। নির্ধারিত সময়ে এই খেলা ২-২ গোলে ড্র ছিল।
একই মাঠে দিনের দ্বিতীয় খেলায় হাটহাজারী খেলোয়াড় সমিতি ১-০ গোলে সাতকানিয়া ফুটবল খেলোয়াড় সমিতিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে খেলার ১৯ মিনিটে একমাত্র গোলটি করেন মো. আসিফ খান। আজ লিগে দুটি খেলা অনুষ্ঠিত হবে।
দিনের প্রথম খেলায় বেলা ১.৪৫ টায় অংশ নেবে ধানসিঁড়ি ক্লাব এবং ডাইনামিক ফুটবল একাডেমি। দ্বিতীয় খেলা বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। এতে খেলবে রামপুরা একাদশ এবং মোহরা স্পোর্টস একাডেমি।