পাইওনিয়ার হাসপাতাল পরিচালক ও সুপারভাইজার কারাগারে

চিকিৎসককে অপহরণের মামলা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৪ নভেম্বর, ২০২৪ at ৮:০৬ পূর্বাহ্ণ

রাউজানে জাহাঙ্গীর আলম নামে এক চিকিৎসককে ক্রসফায়ারের হুমকি দিয়ে ৩০ লাখ টাকা চাঁদা দাবি ও অপহরণের মামলায় ২ ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারা হলেন, স্থানীয় পাইওনিয়ার হাসপাতালের পরিচালক মনজুর হোসেন ও সুপারভাইজার মো. জাহাঙ্গীর আলম। গতকাল চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলামের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে উচ্চ আদালতের নির্দেশে এ দুজন আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন। বাদীর আইনজীবী নাজমুল হাসান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে বলেন, আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করলে বিচারক তা নাকচ করে দিয়ে দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতসূত্র জানায়, ২০১৫ সালের ১৫ এপ্রিলের উক্ত ঘটনায় গত ২ সেপ্টেম্বর ভিকটিম জাহাঙ্গীর আলম বাদী হয়ে মোট ছয়জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এতে রাউজান থানার তৎকালীন ওসি ও দুই উপপরিদর্শককেও আসামি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ডেঙ্গুতে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধবিদেশ যাওয়ার টাকা না পেয়ে ভাতিজিকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ২