পাঁচলাইশে বিএনপির মাস্ক বিতরণ কর্মসূচিতে বাধা দেয়ার অভিযোগ

আজাদী প্রতিবেদন | রবিবার , ৪ অক্টোবর, ২০২০ at ১০:২১ পূর্বাহ্ণ

চকবাজার ওয়ার্ডে পূর্ব নির্ধারিত করোনাভাইরাস সুরক্ষা সামগ্রী ও ওষুধ বিতরণ কর্মসূচি পুলিশি বাধায় পালন করতে পারেনি বলে অভিযোগ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্র্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। এর প্রতিবাদে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। এদিকে পুলিশ এ অভিযোগ অস্বীকার করে।
ডা. শাহাদাত হোসেন দৈনিক আজাদীকে বলেন, শনিবার সকাল ১০টায় চকবাজারস্থ আনিকা কমিউনিটি সেন্টারে কর্মসূচি হওয়ার কথা ছিল। এজন্য সিএমপি থেকে অনুমতিও নিই। কিন্তু শুক্রবার মধ্যরাতে পাঁচলাইশ থানা পুলিশ আমার ব্যক্তিগত পিএসকে জানায়, কমিউনিটি সেন্টারে কর্মসূচি করা যাবে না। এছাড়া রাতে সেখানে অনুষ্ঠানের প্রস্তুতি কার্যক্রমেও বাধা দেয়। সর্বশেষ শনিবার সকালে কর্মীরা উপস্থিত হলে পুলিশ বাধা দেয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া সাংবাদিকদের বলেন, পুলিশের পক্ষ থেকে বাধা দেয়ার কোনো ঘটনা ঘটেনি। আমার জানামতে তারা সেখানে কোনো অনুষ্ঠানই করেনি। বাধা দেওয়ার অভিযোগটি মিথ্যা।
এ ঘটনার প্রতিবাদে নগর বিএনপির দলীয় কার্যালয় কাজীর দেউড়ির নাসিমন ভবনে প্রতিবাদ সমাবেশ করে বিএনপি নেতারা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত বলেন, দেশের প্রতিটি মানুষ এই সরকারের হাতে জিম্মি। এই সরকার জনকল্যাণমূলক কোন কাজের ধারে কাছেও নেই। উন্নয়নের নামে দুর্নীতি ও লুটপাট নিয়ে ব্যস্ত। বিএনপি জনকল্যাণমূলক কর্মসূচি নিলেই তাদের চুলকানি শুরু হয়। এতে প্রধান বক্তার বক্তব্যে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, বিএনপির কর্মসূচিতে বাধা দিয়ে সরকারের দুর্নীতি ও লুটপাটকে আড়াল করা যাবেনা। দেশের মানুষ থেকে সরকার বিচ্ছিন্ন ও জনধিক্কিত হয়েছে। ওয়ার্ড বিএনপির সভাপতি মনজুর আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম এ হালিম বাবলুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ আলী, ইয়াছিন চৌধুরী লিটন, কামরুল ইসলাম, বেলায়েত হোসেন ঢালী, ডা. সারোয়ার আলম, অ্যাডভোকেট পারভীন চৌধুরী, সালাউদ্দিন কায়সার লাবু, বেগম লুৎফুন্নেসা, নূর হোসেন, মোহাম্মদ মহসিন, একরামুল হক, খাইরুজ্জামান জনু, আবু আহমেদ, জামাল আহমেদ, রঞ্জু মিয়া, মোহাম্মদ জসিম উদ্দিন, ওসমান গনি, মোহাম্মদ জসিম বাদশা, সেলিম উদ্দিন, পারভেজ, হাসান ওসমান গনি লিটন, মোহাম্মদ ওসমান, জসিম, আলমগীর, বাপ্পি প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরোগী স্বল্পতায় বন্ধ হল মুক্তি আইসোলেশন সেন্টার
পরবর্তী নিবন্ধফ্লাইওভারে পিকআপের পেছনে ধাক্কা, বাইক আরোহীর মৃত্যু