ঢাকা পালিয়ে যাওয়ার সময় ওসমান গনি নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাতটায় তাকে গ্রেপ্তার করা হয়।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) জানান, পাচলাইশ থানার একটি মামলা (নং-১৫, তাং ২৩/৭/২০২২ ধারাঃ নাঃ শিঃ নিঃ আইনের ৯(৪) খ) এর দীর্ঘদিন পলাতক থাকা আসামি গনি ঢাকা পালিয়ে যাওয়ার সময় চান্দগাঁও বারৈপাড়া আছিশাহ মাজারের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।