নগরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ধৃতরা হলেন মো. ইদ্রিস (২৬) ও মোহাম্মদ রফিক (১৯)। গত শনিবার দিবাগত রাতে পাঁচলাইশ থানার প্রবর্তক লোহারপুল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইদ্রিসের বাড়ি পটিয়া পৌরসভার উজিরপুল এলাকায়। রফিক কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা। তবে দুইজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের সামনে থাকেন। সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইদ্রিস ও রফিককে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় চুরি ও চোরাই মাল কেনাবেচা সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।