পাঁচলাইশে চালু হলো র‌্যাংকস এফসির পার্ক লাউঞ্জ

| রবিবার , ৩ অক্টোবর, ২০২১ at ৫:৪২ পূর্বাহ্ণ

র‌্যাংকস এফসি প্রপার্টিজের আরো একটি অত্যাধুনিক লাউঞ্জের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার প্রতিষ্ঠানটির পাঁচলাইশস্থ পার্ক উইন্ডসর প্রকল্পের মেজানাইন ফ্লোরে এই অত্যাধুনিক লাউঞ্জটি চালু হয়। বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি মুসলিম উদ্দিন, ডিসি দক্ষিণ (সিএমপি) বিজয় বসাক, র‌্যাংকস এফসির উচ্চপদস্থ কর্মকর্তাগণ, ফ্ল্যাট ও ভুমি মালিকদের সাথে নিয়ে র‌্যাংকস এফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানভীর শাহরিয়ার রিমন লাউঞ্জটির উদ্বোধন করেন।
১০০০ বর্গফুট আয়তনের এই লাউঞ্জটি মূলত প্রকল্পে ফ্ল্যাট মালিকদের ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। যা প্রকল্প হস্তান্তরের ১০ মাস আগেই চালু করা হলো।
পার্ক লাউঞ্জটিতে পাঁচ তারকা মানের ইন্টেরিয়র ডিজাইন, ভিআরএফ সলিউশন, স্মার্ট কিচেন, বুক কর্নার, কফি অ্যান্ড জুস বারসহ বেশ কিছু কর্নার রাখা হয়েছে।
ইতিমধ্যে নগরীতে ওক লাউঞ্জ এবং লাউঞ্জ ৭১ নামে আরো দুটি বিলাসবহুল লাউঞ্জ গ্রাহকদের সুবিধার জন্য চালু করেছে র‌্যাংকস এফসি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমমতার মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধপ্রতিষ্ঠাবার্ষিকীতে ফেয়ারের মতবিনিময়