চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় অভিজাত প্রিমিয়াম বেকারি পণ্যের উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান আইএসও সার্টিফাইট ‘কে বেকারি’র ৮ম আউটলেট উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে নগরীর পাঁচলাইশ প্রবর্তক সংঘের বিপরীতে কে বেকারি আধুনিক এই আউটলেট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কে বেকারির নতুন আউটলেটের উদ্বোধন করেন কে বেকারি ও খুলশী মার্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক গুলশানা আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কে বেকারির ফ্রেঞ্চাইজ পার্টনার মোরশেদ আহামেদ, খুলশী মার্টের ব্যবস্থাপক মোহাম্মদ শাখের হোসাইন। এছাড়া নগরীর বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
কে বেকারির ব্যবস্থাপক আহমেদ শাকির উল সিয়াম জানান, প্রিমিয়াম কোয়ালিটি বেকারি পণ্য ও মিষ্টান্নের জন্য সমগ্র চট্টগ্রাম নগরীতে কে বেকারি একটি জনপ্রিয় ব্র্যান্ড। কেক পেস্টি, চিকেন চিজ পাপ, স্পাইসি হটডক, কোয়ালিটি ব্রেড, প্রিমিয়াস বিস্কিটসহ প্রায় ৩শ ধরনের বেকারি পণ্য উৎপাদন ও বিপণন করে থাকে কে বেকারি। নগরীর সব অভিজাত এলাকায় কে বেকারির আউটলেট রয়েছে। সর্বশেষ পাঁচলাইশে ৮ম আউটলেট যাত্রা শুরু করলো এই প্রিমিয়াম বেকারি পণ্য প্রতিষ্ঠান। অব্যাহত গ্রাহক চাহিদার প্রেক্ষাপটে নগরীতে কে বেকারির আরো আউটলেট চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানান ব্যবস্থাপক আহমেদ শাকির উল সিয়াম। প্রেস বিজ্ঞপ্তি।