পাঁচলাইশ থানা যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

| বৃহস্পতিবার , ৩১ অক্টোবর, ২০২৪ at ৭:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন রাসেলের ওপর সন্ত্রাসীজঙ্গী হামলার প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল পাঁচলাইশ থানার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল যুবদল নেতা মোহাম্মদ আলী সাকির সভাপতিত্বে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। মিছিলটি হামজারবাগ থেকে শুরু হয়ে মুরাদপুর চত্বরে এসে শেষ হয়।

মিছিল পূর্ব সামবেশে বক্তারা বলেন, দুস্কৃতিকারীর দলীয় কোন পরিচয়ের প্রয়োজন হবে না। যেখানেই দুস্কৃতিকারী সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। স্বাধীন দেশে যদি পরাজিত শক্তির দোসরা লুকিয়ে থাকে তাদেরকে আইনের হাতে সুপর্দ করা আমাদের নাগরিক অধিকার। আমরা সকলে আইনের প্রতি শ্রদ্ধাশীল। অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানাব অপরাধীদের গ্রেফতার করে শাস্তি সুনিশ্চিতের মাধ্যমে আইনের প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালবাসা বাড়িয়ে তুলুন।

এত আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ মুছা, সাবেক যুগ্ম সম্পাদক এরশাদ হোসেন, তৌহিদুল ইসলাম রাসেল, রাজন খান, ওমর ফারুক, গুলজার হোসেন, জাফর আহমদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, মহিউদ্দিন মুকুল, হামিদুল হক চৌধুরী, হাফেজ কামাল উদ্দিন, আলমগীর হোসেন, জাহাঙ্গীর আলম বাবু, সাবাব ইয়াজদানী, শফিউল আলম শফি, পাঁচলাইশ থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ রাসেল, শাহেদ হোসেন খাঁন পারভেজ, মোহাম্মদ সরওয়ার সেলিম, রিদুয়ান হোসেন জনি, সাদেক আহমদ, শাহিদুল ইসলাম মাসুম, এনামুল হক চৌধুরী কামাল, শহিদুল ইসলাম কুট্টি, মিল্লাত হোসেন, মেহেদী হাসান, মো. ওবায়দুল, মোহাম্মদ মনসুর, নাছির উদ্দিন, মোহাম্মদ গিয়াস উদ্দিন, আমজাদ হোসেন,আবদুল মান্নান, মাঈউদ্দিন মামুন, রাশেদ হোসেন, কোরবান আলী রহিম, মো. হাসান তুফা, মিলন মাহমুদ, এনামুল ইসলাম এনাম, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ জাবেদ হোসেন, সাদেক আহমেদ, সোলাইমান মনা, মাসুদ আলম, সাইফুল ইসলাম, জাবেদ হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্ট্যান্ডার্ড ব্যাংকের অডিট কমিটির সভা
পরবর্তী নিবন্ধইকো ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি