পাঁচজনের প্রার্থিতা প্রত্যাহার একজনের বাতিল

চট্টগ্রাম চেম্বার নির্বাচন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ at ৬:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে পাঁচজন প্রার্থিতা প্রত্যাহার এবং একজনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন বোর্ড। গতকাল নির্বাচন বোর্ড থেকে প্রকাশিত চূড়ান্ত তালিকায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তালিকায় দেখা গেছে, সাধারণ শ্রেণীতে মনোনয়ন ফরম প্রত্যাহার করে নেওয়া চার জন হলেন, সাফা এন্টারপ্রাইজের মো. আশেক ইবনে সাফা, বিসমিল্লাহ শিপিং এজেন্সির মো. ওয়াহিদ মুরাদ চৌধুরী, মার্স শিপিং অ্যান্ড লজিস্টিকসের মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ এবং আহমেদ ব্রাদার্সের সালাউদ্দিন আহমেদ। সহযোগী শ্রেণিতে মনোনয়ন ফরম প্রত্যাহার করে নিয়েছেন নাহার ট্রেডিংয়ের মো. নাজেম উদ্দিন।

অপরদিকে আটলান্টিক ট্রেডার্স ও বাগদাদ ডিস্ট্রিবিউশন থেকে সাধারণ ও সহযোগী ক্যাটাগরিতে মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন মো. শওকত আলী। তবে চেম্বারের সংঘবিধি অনুযায়ী যেকোনো একটি প্রত্যাহারের বিধান রয়েছে। অন্যথায় প্রার্থীরা বাতিল হবে। প্রত্যাহারের শেষ দিন একটিও প্রত্যাহার না করায় দুই শ্রেণিতেই তার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন বোর্ড।

চট্টগ্রাম চেম্বার সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ ছিল। চূড়ান্ত তালিকা অনুযায়ী, সাধারণ ক্যাটাগরিতে মোট প্রার্থী ৩৬ জন। অন্যদিকে সহযোগী শ্রেণিতে মোট প্রার্থী ১৪ জন। ট্রেড ও টাউন অ্যাসোসিয়েশনে তিন জন করে প্রার্থী। আগামী ১ নভেম্বর নগরের আগ্রাবাদ এলাকায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধবদির বিরুদ্ধে দুই ব্যাংক কর্মকর্তার সাক্ষ্য রেকর্ড
পরবর্তী নিবন্ধপৌনে ৪ লাখ লিটার তেল সরবরাহে গরমিল, দুদকের অনুসন্ধান শুরু