পাঁচ হাজার মিটার ঘেরাজাল জব্দ

হালদায় অভিযান

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ৩ মে, ২০২৩ at ৬:০১ পূর্বাহ্ণ

হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার মিটার নিষিদ্ধ ঘেরা জাল জব্দ করেছে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের নেতৃত্বে একটি টিম। গত রোববার দিবাগত রাত ১১ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নদীর হাটহাজারী ও রাউজান উভয় পাশ থেকে মোট ৯ টি জাল জব্দ করা হয়। হালদায় আসন্ন প্রজনন মৌসুমকে কেন্দ্র করে গত কিছুদিন ধরে মা মাছের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এ সুযোগে এক শ্রেনীর লোভী মৎস্য শিকারি ওৎপেতে বসে আছে এসকল মা মাছ শিকারের জন্য। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের আলোকে ইউএনও শাহিদুলের নেতৃত্বে একটি টিম রাত ১১ টার দিকে হাটহাজারীর গড়দুয়ারা এলাকায় অভিযান শুরু করে। ক্রমান্বয়ে মেখল, ছিপাতলী ও গুমান মর্দ্দন ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়।

অভিযানে সহযোগিতা করেন আইডিএফের মৎস্য কর্মকর্তা ফয়েজ রাব্বানী, মেখল ইউনিয়ন পরিষদ সদস্য মামুন ও উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবীগণ।

ইউ এন ও মো. শাহিদুল আলম জানান, হালদায় আসন্ন ডিম সংগ্রহ মৌসুমকে সামনে রেখে উপজেলা প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদিনব্যাপী নানা কর্মসূচি মুজাফরাবাদ গণহত্যা দিবস আজ
পরবর্তী নিবন্ধমোটরসাইকেলকে চাঁদের গাড়ির ধাক্কা, কাঠমিস্ত্রি নিহত