চলতি বছরের অন্যতম আলোচিত ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। গেলো ২১ এপ্রিল এটি মুক্তি পায় দেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। শিহাব শাহীন নির্মিত সিরিজের নাম ভূমিকায় অভিনয় করে তাক লাগিয়েছেন নাসির উদ্দিন খান। আর তার সঙ্গে আছেন মিথিলা, যার অনবদ্য অভিনয়ও দর্শকের নজর কাড়ে। মুক্তির পর স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে রেকর্ড গড়েছিল সিরিজটি। চারদিক থেকে মিলেছিল প্রশংসাও। কিন্তু প্রায় সাড়ে পাঁচ মাস পর অ্যালেন স্বপন ও শায়লার বন্দনা করলেন কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি।
আপাতদৃষ্টিতে বিষয়টিকে সহজ–স্বাভাবিক মনে হলেও কেউ কেউ ভিন্ন কথা বলছেন। সৃজিত ও মিথিলা সম্পর্কে স্বামী–স্ত্রী। সেই সূত্রে মিথিলার কাজ তরতাজা থাকতেই দেখার কথা। কিন্তু অভিনেত্রীর এমন আলোচিত একটি কাজ কিনা সাড়ে পাঁচ মাস পর দেখলেন সৃজিত! বিষয়টির পোস্টমর্টেমে যাওয়ার আগে সৃজিতের প্রতিক্রিয়া জানা যাক।
গতকাল বৃহস্পতিবার প্রথম প্রহরে সোশ্যাল হ্যান্ডেলে নির্মাতা লিখেছেন, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ পদ্মাপাড়ের আরও একটি দুর্দান্ত, স্লো বার্নিং কাজ। কেন্দ্রীয় চরিত্রে নাসির উদ্দিন খানের অভিনয় এককথায় অনবদ্য। আর মিথিলাকে নিয়ে কী বলবো! অসংখ্য টেলিফিল্মে কাজ করা থেকেই ও সবসময় নিজের কমিক টাইমিং নিয়ে সচেতন। তবে শায়লার চরিত্রের জটিল ধাপগুলো সে যেভাবে ফুটিয়ে তুলেছে, তা নিঃসন্দেহে অসাধারণ। জাদু চরিত্রে আব্দুল্লাহ আল সেন্টু খুবই মুগ্ধকর, তার সূক্ষ্ম চাহনি ভোলার মতো নয়। গত বুধবার কলকাতায় আনুষ্ঠানিকভাবে যাত্রা করেছে ঢাকার ‘চরকি’। সেই আয়োজনে উপস্থিত ছিলেন সৃজিত মুখার্জিসহ টলিউডের অনেক তারকা।