পাঁচ বন্ধুর এক রাতের অ্যাডভেঞ্চার ‘ফাইভ গো ওয়াইল্ড’

| রবিবার , ৩ আগস্ট, ২০২৫ at ১০:৫৪ পূর্বাহ্ণ

ব্যাচেলর পার্টি করতে গিয়ে ভয়াবহ একটি ঘটনা থেকে পাঁচ বন্ধুর বেঁচে ফেরার গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ড্রামা ‘ফাইভ গো ওয়াইল্ড’। খবর বিডিনিউজের। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে শনিবার আসছে নাটকটি। ফাইভ গো ওয়াইল্ড নাটকটি পরিচালনা করেছেন রাহাত কবীর, রচনা করেছেন মো. শাহজাদা সাহেদ। এতে অভিনয় করেছেন পার্থ শেখ, প্রান্তর দস্তিদার, সাকিব সিদ্দিকী, শাওন মজুমদার, আনভি রনিও, ইমেল হক, আহসান হাবিব অঙ্কন, শাকিল শাহসহ অনেকে। নাটকের গল্পে দেখা যাবে, পাঁচ বন্ধু মিলে ব্যাচেলর পার্টির আয়োজন করে একটি রিসোর্টে। গভীর রাত পর্যন্ত চলে সেই পার্টি। পরদিন সকালে যখন তাদের ঘুম ভাঙে, চারদিকের অবস্থা দেখে আঁতকে ওঠে সবাই। চারপাশের আসবাব ভাঙাচোরা, লন্ডভন্ড হয়ে আছে রিসোর্টের রুম। কিন্তু কীভাবে এসব হল, কিছুই বুঝতে পারে না কেউ। নাটকটি তৈরি হয়েছে কমেডি সাসপেন্স ঘরানায়। দর্শক নাটকটি দেখে যেমন মজা পাবেন, তেমনি অধীর হয়ে থাকবেন কী ঘটেছিল পাঁচ বন্ধুর সঙ্গে, তা জানার জন্য। প্রত্যেক অভিনেতা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন চরিত্রগুলো ফুটিয়ে তোলার। নির্মাতা হিসেবে আমি খুশি।

পূর্ববর্তী নিবন্ধমিরপুরের উইকেট নিয়ে সন্তুষ্ট নয় বিসিবি
পরবর্তী নিবন্ধগণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ক্বণন’র বৃন্দ প্রযোজনা কাল