প্রায় পাঁচ বছর পর বাংলাদেশের মাঠে সাদা পোশাকের ক্রিকেট খেলবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সবশেষ ২০২০ সালে টেস্ট খেলতে বাংলাদেশে এসেছিল তারা। সেবার একমাত্র টেস্ট ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছিল ক্রেইগ এরভিনের নেতৃত্বাধীন জিম্বাবুয়ে দল। এবার প্রায় পাঁচ বছর পর আবার জিম্বাবুয়ে দল বাংলাদেশে। এবারে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে। গতকা মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারা। লম্বা ভ্রমনের কারণে গতরাত ঢাকাতেই অবস্থান করে সফরকারীরা। আজ বুধবার সকালের ফ্লাইটে প্রথম টেস্টের শহর সিলেটে পৌঁছে যায় জিম্বাবুয়ে ক্রিকেট দল। গত বছর অবশ্য বাংলাদেশ সফরে এসেছিল বাংলাদেশ দল। কিন্তু সে সফরে কেবল টি–টোয়েন্টি খেলে গেছে জিম্বাবুয়ে। এবারের টেস্ট সিরিজটিও গত বছরই হওয়ার কথা ছিল। টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে থাকায় টেস্ট বাদ দিয়ে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলেছিল দুই দল। স্থগিত হওয়া সিরিজটি খেলতে এবার বাংলাদেশে এলো এরভিনের দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী রোববার শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। প্রথম টেস্ট শেষে দ্বিতীয় টেস্ট খেলতে চট্টগ্রাম চলে আসবে দুই দল। সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে ২৮ এপ্রিল। ঘরের মাঠে গত বছর টেস্ট ক্রিকেটে একদমই ভালো করতে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও বাজে ব্যাটিং–বোলিংয়ে হোয়াইটওয়াশ হয় নাজমুল হোসেন শান্তর দল। তাই তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হলেও কোনো পরীক্ষানিরীক্ষার দিকে হাঁটেনি বাংলাদেশ। পূর্ণ শক্তির দল নিয়েই সিরিজটি খেলবে স্বাগতিকরা। সিলেটে গত রোববার থেকে চলছে তাদের অনুশীলন।