পাঁচ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইয়ের মামলা

মানহীন পণ্য উৎপাদন ও বিপণন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১২ জানুয়ারি, ২০২১ at ৬:৩৪ পূর্বাহ্ণ

মান সনদ ছাড়া পণ্য উৎপাদন, বিপণন ও নিম্নমানের পণ্য উৎপাদনের অভিযোগে ৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গতকাল সোমবার হালিশহর ও সীতাকুণ্ড এলাকায় সার্ভিল্যান্স অভিযানের পর দোষী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়।
বিএসটিআই চট্টগ্রামের সহকারী পরিচালক (সিএম) মোস্তাক আহমেদ দৈনিক আজাদীকে বলেন, সকাল ১০টা থেকে পৃথক টিম চট্টগ্রাম মহানগরী ও সীতাকুণ্ড এলাকায় অভিযান চালিয়েছে। তন্মধ্যে হালিশহরের বড়পোল মইন্যাপাড়া এলাকায় মানসনদ ছাড়া অবৈধভাবে ড্রিংকিং ওয়াটার (ডিউ ড্রপ ব্রান্ড) বাজারজাত করায় মেসার্স এ জেড এন্টারপ্রাইজকে এবং মানসনদ না নিয়ে চানাচুর ও ফার্মেন্টেড মিল্ক (মিষ্টি দই) উৎপাদন, বিপণন করায় নয়াবাজার বিশ্ব রোডের মেসার্স তায়েফ ফুডের বিরুদ্ধে মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে দুটি মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে সীতাকুণ্ডে মুরগী ও মাছের খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউরো ফিডস লি. ও প্রভিটা ফিড লি. এবং এম এস রড উৎপাদনকারী প্রতিষ্ঠান নাজিয়া (প্রাঃ) লিমিটেডের বিরুদ্ধে বিএসটিআই মান সনদবিহীন পণ্য উৎপাদন, বিক্রয় ও সংরক্ষণের দায়ে আরো তিনটি মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী বিএনপিতে হঠাৎ অস্থিরতা
পরবর্তী নিবন্ধভোটারদের কাছে যাদের ভিত্তি নেই তারাই সারাক্ষণ নালিশ করে