পহেলা ফাল্গুনের বিশেষ নাটকে অভিনয় করলেন ‘ফ্যামিলি ক্রাইসিস’-খ্যাত তরুণ অভিনেত্রী সাবাহ সারিকা। ফারিয়া হোসেনের রচনায় চয়নিকা চৌধুরীর পরিচালনায় নাটকটির নাম ‘মন কেমনের দিন’। এতে আরও আছেন আনিসুর রহমান মিলন, রিচি সোলায়মান প্রমুখ। সদ্য শুটিং শেষ হওয়া এই নাটকটি প্রসঙ্গে সারিকার অভিমত এমন, ‘ভালোবাসার বিশ্বাস-অবিশ্বাস, দ্বন্দ্ব-সংঘাত আর সংসারের টানাপড়েন নিয়ে গল্পটি এগিয়েছে। এতে অভিনয় করার ভালো সুযোগ পেয়েছি। সহকর্মী হিসেবে পেয়েছে প্রিয় দুজন সিনিয়র শিল্পীকে। নাটকের কাহিনি প্রসঙ্গে চয়নিকা চৌধুরী জানান, রঞ্জন আর মায়ার বিয়ে হয়েছে ৩ বছর। সুখের সংসার তাদের। রঞ্জন অফিসের কাজে দারুণ ব্যস্ত। বেশিরভাগ সময় দেশ বিদেশে কাটাতে হয় তাকে। স্ত্রী মায়াকে দেয়ার মতো অবসর খুব একটা নেই বললেই চলে। নাটকের শুরুটা হয় তৃতীয় বিবাহবার্ষিকীর দিন থেকে। এদিন রঞ্জন অফিস থেকে তাড়াতাড়ি ফিরবে, তাই পুরো বাড়িতেই সাজসজ্জার ব্যবস্থা করেছে মায়া। এমন সময় বাসায় হাজির হয় অপরূপা সুন্দরী অপর্ণা। এসেই রঞ্জনের খোঁজ করে! নতুন মোড় নেয় রঞ্জন-মায়ার সংসারের গল্প। চয়নিকা বলেন, রঞ্জন চরিত্রে মিলন, মায়া চরিত্রে সাবাহ সারিকা আর অপর্ণা চরিত্রে রিচি অসাধারণ অভিনয় করেছে। নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। নাটকটি প্রচার হবে ১২ ফেব্রুয়ারি রাত ৮টা ৩০ মিনিটে বৈশাখী টেলিভিশনে।