পহরচাঁদায় গ্রিন লাইট ফাউন্ডেশনের প্রবীণ মেলা

| শনিবার , ২৪ জানুয়ারি, ২০২৬ at ৬:২৪ পূর্বাহ্ণ

বল নিক্ষেপ ও হাঁড়িভাঙা খেলায় যারা অংশ নিয়েছেন তাদের প্রায় সবাই ষাটোর্ধ্ব। আর যারা দর্শক, তারা শিশু কিশোর ও তরুণ। কোন প্রতিযোগিতায় কেউ জিতলেই দর্শকরা আনন্দে গর্জে উঠছেন। চকরিয়া উপজেলার পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামীণ খেলার ঐতিহ্যে অনুষ্ঠিত হলো প্রবীণ মেলা। গ্রিন লাইট ফাউন্ডেশনের উদ্যোগে সমপ্রতি পহরচাঁদা উচ্চবিদ্যালয় মাঠে এই আয়োজন উদ্বোধন করেন বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান। অতিথি ছিলেন দৈনিক সমকালের সিনিয়র সাব এডিটর নাসির উদ্দিন হায়দার, এলাহাদ মেম্বার, আলাউদ্দিন মেম্বার, শিক্ষক মোহাম্মদ শফিউল আলম, ছাবের মাহমুদ চিশতী, আবদুল কুদ্দুস, খোকন প্রমুখ।

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলালের পরিচালনায় এই আয়োজনে শতাধিক প্রবীণ অংশ নেন। শুরুতে ছিল বল নিক্ষেপ প্রতিযোগিতা। তবে সবচেয়ে বেশি আনন্দ হয়েছে হাঁড়িভাঙা খেলায়। বয়েসী মানুষগুলোকে চোখ বেঁধে একফাঁক ঘোরানোর পর তারা যখন দিক হারিয়ে মাঠের এদিক ওদিকে যাচ্ছিলেন তখন দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে। বল নিক্ষেপে প্রথম হন দিনমনি জলদাস। হাঁড়িভাঙায় প্রথম মোহাম্মদ নুরুচ্ছফা ও দ্বিতীয় হন মাস্টার হরিরঞ্জন দাস। শেষে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ।এতে বক্তারা বলেন, ‘প্রবীণরা শেষ জীবনে এসে একা হয়ে যান। তাদের চিত্ত বিনোদন ও আড্ডার সুযোগ সীমিত হয়ে যায়। অনেকে ঘরেই সময় কাটান। অন্তত একদিনের জন্য হলেও প্রবীণদের জন্য বিনোদন ও পুরস্কারের ব্যবস্থা করে গ্রিন লাইট ফাউন্ডেশন দারুণ একটি কাজ করেছে। পাশাপাশি এই আয়োজনের মাধ্যমে সর্বস্তরের মানুষ গ্রামীণ খেলাধুলার আনন্দ উপভোগ করেত পেরেছেন। এমন আয়োজন নিয়মিত হওয়া দরকার।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর ঋষিধামে ঋষিকুম্ভমেলা শুরু
পরবর্তী নিবন্ধআইআইইউসির ইন্টারন্যাশনাল কনফারেন্স আজ শুরু