পশ্চিমাদের বিশ্ব শাসনের দিন শেষ হয়ে আসছে : পুতিন

মার্কিন কংগ্রেসে সাহায্যের আবেদন জেলেনস্কির শান্তির আশা দেখছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১৭ মার্চ, ২০২২ at ৬:৩০ পূর্বাহ্ণ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদেশগুলো বহুদিন ধরে সারাবিশ্বে নিজেদের প্রভাব-প্রতিপত্তি বিস্তারের চেষ্টা করছে। সেই সঙ্গে রাশিয়াকে একঘরে করার নীতি নিয়ে এগোচ্ছে। কিন্তু তাদের এই চেষ্টা কখনও সফল হবে না। শীঘ্রই তাদের বিশ্বশাসনের খায়েশ শেষ হয়ে যাবে। রাশিয়ার ওপর তাদের একের পর এক নিষেধাজ্ঞাও কোনো কাজে আসবে না। এতে মস্কো আরও শক্তিশালী হবে। গতকাল বুধবার ক্রেমলিন থেকে টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। মস্কোয় সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ বক্তব্য দেন পুতিন। ইউক্রেনে অভিযান বন্ধ করার জন্য নিষেধাজ্ঞা আরোপসহ সর্বোচ্চ চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদেশগুলো। কিন্তু লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত রাশিয়া থামবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান পরিকল্পনা মতোই এগোচ্ছে। পশ্চিমাদের নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিকে অদূরদর্শী হিসেবেও অভিহিত করেছেন পুতিন। তিনি বলেন, তাদের এসব নিষেধাজ্ঞা বেশিরভাগ দেশই সমর্থন করে না।
তিনি আরও বলেন, পশ্চিমারা বহু আগে থেকেই রাশিয়ার পুরো অর্থনীতি ধ্বংস করার নীতি ও পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। ইউক্রেন ইস্যুকে পুঁজি করে তারা তাদের সেই নীতি বাস্তবায়ন করার চেষ্টা করছে। কারণ রাশিয়াকে তারা শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখতে চায় না। কিন্তু তাদের পরিকল্পনা সফল হবে না।
হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, পশ্চিমারা যদি মনে করে রাশিয়া পিছু হটবে তাহলে তারা রাশিয়াকে বুঝতে পারেনি।
মার্কিন কংগ্রেসে জেলেনস্কি : দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবারে আমেরিকার সেনাঘাঁটিতে হামলা এবং ৯/১১ সন্ত্রাসের সঙ্গে ইউক্রেনে রুশ হানাদারির তুলনা করেছেন ভলোদিমির জেলেনস্কি। গতকাল আমেরিকার কংগ্রেসে ভার্চুয়াল বক্তৃতায় জো বাইডেন এবং ওয়াশিংটনের কাছে সঙ্কটের মুহূর্তে বিশ্বনেতার ভূমিকায় অবতীর্ণ হওয়ার আবেদন জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
রুশ বাহিনীর হামলায় রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে বুধবার ক্যাপিটল কমপ্লেক্সে আমেরিকার আইন প্রণেতাদের কাছে জেলেনস্কির আবেদন, আমাদের এখনই আপনাদের সাহায্যের প্রয়োজন। আমেরিকার প্রেসিডেন্টের উদ্দেশে তিনি বলেন, আপনার কাছে আমাদের আবেদন, শান্তি ফেরাতে রাশিয়ার উপর অর্থনৈতিক আঘাত হানা প্রয়োজন।
যুদ্ধের সূচনাপর্বে জেলেনস্কি আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর কাছে রুশ হামলা ঠেকাতে ‘সামরিক সক্রিয়তা’র আবেদন জানিয়েছিলেন। কিন্তু যুদ্ধের ২২তম দিনে তাৎপর্যপূর্ণভাবে শান্তি ফেরানোর উপরেই জোর দিতে চেয়েছেন তিনি। কিয়েভ থেকে আমেরিকার কংগ্রেসে তাঁর ভার্চুয়াল বক্তৃতার পরে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পোলেসি বলেন, ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনের গর্ব।
শান্তির ‘আশা’ : যুদ্ধের অবসান ঘটাতে মস্কো ও কিয়েভের শান্তি আলোচনায় একটি সমঝোতায় পৌঁছানোর জন্য কিছু আশা দেখছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
লাভরভ বলেছেন, তিনি বিশ্বাস করেন, ইতোমধ্যে এমন অবস্থান তৈরি হয়েছে, যাতে উভয় পক্ষ সমঝোতার কাছাকাছি পৌঁছেছে। একটি সমঝোতায় পৌঁছানোর কিছু আশা আছে। ইউক্রেনের রাজনৈতিক ও সামরিক নিরপেক্ষতার বিনিময়ে মস্কোর তরফ থেকে নিরাপত্তার গ্যারান্টি পাওয়া নিয়ে এখন গুরুতরভাবে আলোচনা হচ্ছে বলে জানান তিনি।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ২১তম দিন বুধবার রুশ বাহিনী রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহরের লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে। বেসামরিক এলাকায় হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের কর্মকর্তারা। ইউক্রেনের রাজধানী কিয়েভে কারফিউ চলছে।
রাশিয়ার সেনাবাহিনীর হামলা বৃদ্ধি পাওয়ায় কিয়েভে মঙ্গলবার রাত ৮টা থেকে ৩৬ ঘণ্টার কারফিউ জারি করা হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা আরও বাস্তবসম্মত হতে শুরু করেছে।

পূর্ববর্তী নিবন্ধখালেদার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ছে
পরবর্তী নিবন্ধস্কুল-কলেজে অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত